আর মাত্র সাতদিন পর দেখা মিলবে চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ

ডেস্ক: চলতি বছরের 26 শে মে বুদ্ধপূর্ণিমা দিন দেখা মিলেছিল বছরের প্রথম চন্দ্রগ্রহণ এর। এবারে আগামী দশই জুন দেখা মিলবে চলেছে সূর্য গ্রহণ। হিসাব মত চন্দ্রগ্রহণে 15 দিনের মাথায় হতে চলেছে সূর্য গ্রহণ। জ্যোতির্বিদ্যায় বলা হয়েছে 2021 এ মোট চারটি গ্রহণ দেখা যাবে এর মধ্যে দুটি চন্দ্রগ্রহণ ও দুটি সূর্যগ্রহণ হবে।

আর মাত্র 7 দিন। আগামী দশ মিনিট দুপুর 1 টা 42 মিনিট থেকে শুরু হবে সূর্য গ্রহণ এবং সন্ধ্যে 6 টা 41 মিনিট পর্যন্ত এটি স্থায়ী হবে। তবে সূর্যগ্রহণের সাক্ষী থাকবে উত্তর আমেরিকা, রাশিয়া, গ্রীনল্যান্ড, নর্থ কানাডা, ইউরোপ ও এশিয়ার কিছু অংশ। দুর্ভাগ্যবশত ভারতে এবারেও চন্দ্রগ্রহণের মতো সূর্যগ্রহণের ও দর্শন পাবে না।

কানাডায় গ্রহণ দেখা যাবে তিন মিনিট ধরে। এবং গ্রিনল্যান্ডে দেখা যাবে রিং অফ ফায়ার। ভারতের কোন অঞ্চল প্রদেশ ও লাদাখের কিছু অংশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

সূর্য গ্রহণের বিষয়ে সংক্ষেপে জানিয়ে রাখি,

যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে তখন পৃথিবীর থেকে দেখে মনে হয় সূর্যের পৃষ্ঠদেশ চাঁদের ছায়ায় ঢাকা পড়ে যাচ্ছে। এবং চাঁদের ছায়া সূর্যকে গ্রাস করছে। একেই সূর্যগ্রহণ বলে।

তবে প্রসঙ্গত উল্লেখ্য, নাসা জানিয়েছে এবারে পূর্ণ সূর্যগ্রহণ হলেও রিং অফ ফায়ার গুন হওয়ার সম্ভাবনা রয়েছে যা দেখতে অনেকটা উজ্জ্বল হীরার আংটির মত লাগবে।