চিকিৎসার গাফিলতির শিকার আরও এক কিশোরী, মৃত্যুর অভিযোগ ওঠে কলকাতা মেডিকেল হাসপাতালে

ডেস্ক: বেশ কিছুদিন আগে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয় এক কলেজ পড়ুয়া তরুণীর। এবারও একইরকম ঘটনা ঘটল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। 16 বছরের এক কিশোরীকে ভর্তি করা হয়েছিল কলকাতা মেডিকেলে। কিশোরী কোরোনায় আক্রান্ত হওয়ার সন্দেহ ছিল। তারই মৃত্যুকে ঘিরে তৈরি হয় চরম উত্তেজনা।

অভিযোগ ওঠে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে কিশোরীর। তার জেরেই বিক্ষোভ দেখায় মৃতের বাড়ির আত্মীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় বউ বাজার থানার পুলিশ আধিকারিকরা।

পরিবারের কথানুযায়ী, সোমবার সকালেই মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল কিশোরীকে। সকাল থেকে কিছুটা নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল তার। হাসপাতালে যখন তাকে ভর্তি করা হয় তখন সামান্য জ্বর ছিল কিশোরীর। বারবার চিকিৎসকদের কাছে পরিবারের সদস্যরা অনুরোধ করেছিলেন যাতে তার দ্রুত চিকিৎসা করা হয়। হাসপাতালের বেডেই ফেলে রাখা হয়েছিল সেই কিশোরীকে। একাধিক বার বলার পরেও চিকিৎসক-নার্সরা দেখতে আসেনি তাকে।

সঠিক চিকিৎসার অভাবে সন্ধ্যায় প্রাণ হারায় সে। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন কিশোরীর পরিবারের সদস্যরা। হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। উত্তপ্ত হয়ে পড়ে হাসপাতাল চত্বর। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বউবাজার থানার পুলিশ। দীর্ঘক্ষণ বোঝানো হয় কিশোরীর পরিবারকে। পরিস্থিতি স্বাভাবিক হলে দেহ পরিবারে হাতে তুলে দেওয়া হয়। এবং হাসপাতাল কর্তিপক্ষের তরফ থেকে জানানো হয়, ঘটনার তদন্ত করা হবে l