মা হারানোর দুঃখে মানসিক অসুস্থতার শিকার হন অরিজিৎ সিং

ডেস্ক: আরো এক দুঃসংবাদ। প্রয়াত হলেন বলিউড তথা টলিউডের বিখ্যাত গায়ক অরিজিৎ সিং এর মা অদিতি সিং। বেশ অনেকদিন ধরেই কোরোনায় ভুগছিলেন তিনি, শেষ পর্যন্ত হাল ছেড়ে মৃত্যুকে বরণ করে নিলেন।

কোভিড আক্রান্ত হওয়ার কারণে জিয়াগঞ্জ থেকে বহরমপুর মাতৃসদনে নিয়ে আসেন অরিজিৎ তার মাকে, সেখানে শারীরিক অবস্থার অবনতি হতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শরীরের কন্ডিশন এতটাই শোচনীয় ছিল যে গতকাল রাত ১১টার সময় হাসপাতালেই মারা যান তিনি।

চিকিৎসকদের থেকে জানা যায় ১৭ই মে কোরোনা রিপোর্ট নেগেটিভ আসে অদিতি দেবীর। একমো সাপোর্টে চিকিৎসা হচ্ছিল তার। কিন্তু ধীরে ধীরে তার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল। একই সাথে চলছিল ডায়ালাইসিসও।
শরীরে এতটা ধকল সহ্য হয়নি তার ফলে মৃত্যুর কাছে হার মানলেন গতকাল রাতেই। ব্রেইন স্ট্রোকে মারা যান তিনি।
মাকে হারিয়ে ফেলার পর মানসিক বিষাদের মধ্যে দিয়ে যাচ্ছে অরিজিৎ। শোকের ছায়া সিং পরিবারের। শেষ কৃতকার্য করার জন্য অরিজিৎ ভোর বেলা রওনা দেয় মুর্শিদাবাদে।

অরিজিৎ বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এক স্বেচ্ছাসেবী সংস্থার পোষ্টের মাধ্যমে এ নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন জানিয়েছিলেন। সেই পোষ্টটি পরিচালক সৃজিত মুখার্জী ও অভিনেতা স্বস্তিকা মুখোপাধ্যায় ও শেয়ার করেন। পোষ্টটি করার পর রক্তের জোগাড়ও হয়েছিল। পরে জানা যায় রক্তের প্রয়োজনীয়তা অদিতি দেবীরই ছিল।