ডেস্ক: মামলা যত গভীরে যাচ্ছে ততই হচ্ছে জটিল, আসছে একের পর এক চমক। অভিযুক্তকে তদন্তকারী দলের বিরুদ্ধেই চলছে তদন্ত। NCB র মুম্বাই জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। প্রমোদতরীতে চলা মাদক মামলায় তদন্তে নেমেছিলেন সমীর ওয়াংখেড়ে, কিন্তু এবারে সেই তদন্তেই রাখা হচ্ছে তার ওপর নজর। গত রবিবার আরিয়ানকে ছাড়তে প্রায় 25 কোটি টাকা দাবী করেছে সমীর এমনটাই জানায় এক প্রতক্ষ্যদর্শী। এর পর থেকেই তার বিরুদ্ধে NCB র চলছে নজরদারি।
NCB র ডেপুটি জেনারেল ডিরেক্টর জ্ঞানেশ্বর সিং সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্তের নজরদারির দায়িত্বে রয়েছেন। সমীর ওয়াংখেড়ে কে দায়িত্বে থেকে সরিয়ে দেওয়া হবে কি না এই প্রশ্নের উত্তরে জ্ঞানেশ্বর সিং জানান, ‘এখনই এই বিষয়ে কিছু বলা যাবে না। আমরা সবে তদন্ত শুরু করেছি’।
ইতিমধ্যেই সমীরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে জ্ঞানেশ্বর সিংয়ের কাছে রিপোর্ট জমা দিয়েছে NCB। আদালতের দ্বারস্থ হয়েছেন সমীর ওয়াংখেড়ে। তাকে গ্রেফতার করা হতে পারে। এমনকি এই বিষয়ে একটি বৈঠকের জন্য দিল্লিও যেতে হতে পারে সমীরকে। সোমবার মাদক মামলার প্রত্যক্ষদর্শী ও অন্যতম প্রধাণ সাক্ষী প্রভাকর সৈল পুলিশ কমিশনারের দফতরে যান। সেখানে পুলিশের কাছে তিনি দাবি করেন, আরিয়ানকে ছেড়ে দেওয়ার জন্য নাকি ২৫ কোটি টাকা দাবি করেছিলেন সমীর ওয়াংখেড়ে।
সোমবার আদালতে হলফনামা জমা দেন NCB মুম্বই জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। হলফনামায় তাঁর অভিযোগ, তাঁকে ভয় দেখানো হচ্ছে, তদন্ত নষ্ট করার চেষ্টা হচ্ছে। হলফনামা গ্রহণ করতে আদালতকে অনুরোধ করেছেন সমীর ওয়াংখেড়ে।