উনিশ বছর বয়স থেকেই মাদকের আসক্তি আরিয়ানের, NCB র কাছে স্বীকারোক্তি তার

ডেস্ক: শনিবার মাদক সেবনের অভিযোগে একটি রেভ পার্টি থেকে গ্রেফতার হয় শাহরুখ পুত্র আরিয়ান খান। 7 তারিখ পর্যন্ত তাকে থাকতে হবে NCB র হেফাজতে। গতকাল, আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্দে আরিয়ানের বেলের জন্য আবেদনও করেন আদালতে। কিন্তু সেই আবেদন নাকোজ হন। তাই আরও তিন, চারদিনের জন্য তাকে হেফাজতেই থাকতে হয়।

এনসিবির সূত্রে খবর, কাস্টিডির দ্বিতীয় পর্যায়ের প্রথম রাতেই আরিয়ান তদন্তের সুবিধার্থে এনসিবি আধিকারিকদের সহযোগিতা করেন। তার কর্মকাণ্ডে শাহরুখ খানের সন্মান জড়িয়ে যাওয়াতে দুঃখিত আরিয়ান। সেই কারণেই 4 পাতার স্বীকারোক্তি দিলো সে। পাশাপাশি সুপারস্টারের পুত্র হিসাবে কোনো আলাদা সুবিধা দাবি করেনি সে। এমনকি বাড়ি থেকে পাঠানো খাওয়ার না খেয়ে সে এনসিবি ক্যান্টিনের খাওয়াই খায়।

গতকাল এনসিবি আধিকারিকরা তাকে জেরা করার সময় ভেঙে পরে সে। তাকে টানা 16 ঘণ্টা জেরা করা হয়।

তার বয়ানে সে জানায়,, ‘চার বছর ধরে মাদক নিচ্ছি’ । তদন্তকারীদের সূত্রে খবর, দুবাই এবং ব্রিটেনে থাকার সময় নিয়মিত মাদক নিতেন শাহরুখ পুত্র। জেরায় নিজের মাদকাসক্তির কথা স্বীকার করে সে জানিয়েছে, ‘চার বছর ধরে মাদক নিচ্ছি। মুম্বাই থেকে বাইরে গেলে মাদক লুকিয়ে নিয়ে যেতাম।’ বন্ধুদের সাথে বিলাসবহুল পার্টিতে বসত মাদকের আসর। সব কিছুতেই অভ্যস্ত হয়ে গিয়েছিল আরিয়ান।

জানা গিয়েছে, নিজের লেন্সের বাক্সে মাদক লুকিয়ে রেখেছিলেন আরিয়ান। আরিয়ান এবং তার বন্ধুদের কাছ থেকে 30 গ্রাম কোকেন, 21 গ্রাম চরস, 22টি MDMA পিল এবং 5 গ্রাম এমডি আটক করেছে এনসিবি।