সাংবাদিক বৈঠকে ভারতী ঘোষ কালকের ঘটনার অভিযোগ ইলেকশন কমিশনের কাছে জমা দেওয়ার কথা জানান
ডেস্ক: আজ সকালে এক সাংবাদিক বৈঠকে ভারতী ঘোষ ও নিখিল ব্যানার্জি বসেন। যেখানে গতকাল তাদের ওপর আক্রমণের ব্যাখ্যা করেন।
তিনি বলেন গতকাল গাড়ি তে করে রোড শো চলা কালীন ভারগ্রামের মোড়ে বাঁক নেওয়ার সময়, সন্নিহিত তৃণমূল কার্যালয়ের সামনে ৫০০ র ওপর মানুষ লাঠি ও বাঁশ নিয়ে তাদের ওপর আক্রমণ করে।
প্রচারকারীদের মারধর করে ফলে বেশ কিছু মানুষ আহত হয় এবং হাসপাতালে ভর্তি হয়। পরিস্থিতি সংকটজনক হয়ে ওঠে যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ঘটনাস্থলে উপস্থিত লোকাল থানার সাব-ইন্সপেক্টর ও অফিসার ইনচার্জ কোনো পদক্ষেপ নেয় না বরং প্রচারকার্য ওখানেই বন্ধ রাখার আদেশ দেয়।
সম্ভবত আক্রমণকারীরা তৃণমূলের লোক ছিল।
ভারতী ঘোষ জানান এই ঘটনার অভিযোগ তিনি ইলেকশন কমিশনের কাছে জমা দেবেন।