ডেস্ক: বুধবার থেকে ফের পারদ পতনের সম্ভাবনা বাংলায়। শুক্রবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে ১০ ই জানুয়ারি।
দক্ষিণবঙ্গে বুধবার থেকে ফের তাপমাত্রা কমবে। শুক্রবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে। স্বাভাবিকের কাছে এলেও এ সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই; পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। মঙ্গলবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায়। পাঁচ জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা। সকালের দিকে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঘন কুয়াশার দাপট। আগামীকাল কুয়াশার সম্ভাবনা কমবে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই।
উত্তরবঙ্গের দুই জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা। আগামীকাল কুয়াশার দাপট অনেকটাই কমবে। কাল বুধবার থেকে ফের তাপমাত্রা কমবে। দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। হালকা তুষারপাতের সম্ভাবনা আজ রাতে অথবা কাল সকালের দিকে। সিকিমে ব্যাপক তুষারপাতের সম্ভাবনা। তার প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।
আজ হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকবে। বুধবার সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চার জেলাতে। মূলত হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে কোথাও কোথাও। ঘন কুয়াশার দাপট থাকবে জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে। মালদা ও উত্তর দিনাজপুরের কিছু অংশে শীতল দিনের মতো পরিস্থিতি।
কলকাতায় আজও কুয়াশার সম্ভাবনা। মাঝারি কুয়াশা হতে পারে খুব সকালের দিকে। কাল থেকে কুয়াশার কাল থেকে কুয়াশার সম্ভাবনা কমবে। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। আরও একটু বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে বাড়ল উষ্ণতা। পশ্চিমী ঝঞ্ঝা কেটে যেতেই কাল বুধবার থেকে আবার পারদ নামবে।