ভারতের শুধু মাত্র তিনটি হলে রিলিজ হলো ভাইজানের মুভি ‘রাধে’

ডেস্ক: করোনা সুনামিতে টানা এক বছর সিনেমা হল গুলো বন্ধ থাকায় মানুষের এন্টারটেইনমেন্ট এর একমাত্র ভরসা হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম গুলি।
কোরোনার প্রথম ধাক্কা সামলে উঠার পর যখন লকডাউন তোলা হলো তখন সিনেমা হল গুলি পুনরায় খোলা হয়েছিল কিন্তু কোরোনার আতঙ্ক মানুষের মন থেকে যায়নি ফলে হলগুলি ফাঁকা যেত প্রায়। মানুষের হলে মুভি দেখার অভ্যাস নষ্ট হয়ে যায়। তবে আরো বেশি সমস্যায় পড়েছে হলের মালিকরা প্রায় অনেকদিন ধরেই ঘাটতি পোহাতে হচ্ছে তাদের।

কিন্তু এত কিছু মাঝখানে হলে মালিকরা দেখেছিল ছোট্ট আশার আলো প্রতিবছরের মতো এবছরও ঈদে রিলিজ হতে চলেছিলো ভাইজান সালমান খানের মুভি ‘রাধে’। প্রথমে ঠিক করা হয়েছিল এই মুভিটি ও গুলির মতো ওটিটি প্লাটফর্মে রিলিজ করা হবে। কিন্তু হলের মালিকদের অনেক রিকুয়েস্টের পর ভাইজান তাদের কথা দিয়েছিলেন ‘রাধে’ হল এবং ওটিটি প্লাটফর্মে একইসাথে রিলিজ করা হবে। সালমান খানের মুভি রিলিজ হওয়া নিয়ে ভারতবাসী সকলের মধ্যেই থাকে উত্তেজনা, বাঁধভাঙ্গা ভিড় উপচে পড়ে সিনেমাহলগুলোতে। ঠিক এমনটাই আশায় বুক বেঁধে ছিলেন হলের মালিকরা।

কিন্তু কোরোনা সমস্ত আশায় জল ঢেলে দিলো। এদেশে কোরোনার পরিস্থিতি হয়ে উঠেছে ভয়াবহ। দিনে লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে। দেশজুড়ে চিতা জ্বলছে। অক্সিজেনের জন্য হাহাকার চলছে। ফলে দেশের অনেক জায়গাতেই আংশিক লকডাউন করা হয়েছে কোথাও আবার পূর্ণ। মানুষ ফির একবার গৃহবন্দি বন্ধ হয়েছে। এবং পনুরায় বন্ধ হয়েছে সিনেমা হল গুলি ও। পরিস্থিতির চাপে কথা দিয়ে রাখতে পারলেন না ভাইজান।
তিনি জানান, এই পরিস্তিতিতে হলে মুভি টি রিলিজ করা সম্ভব না। এতে সংক্রমন বাড়ার সম্ভবনা থাকবে।

তবে ত্রিপুরার তিনটি হলে আজ রিলিজ হবে
‘রাধে’ । হল গুলির মালিক শতদীপ সাহা ঠিক করলেন তার তিনটি হল রূপসী, বলাকা ও ধর্মনগর এই তিনটি ত্রিপুরা হলে আজ বইটি রিলিজ করা হবে। সম্ভবত একমাত্র ত্রিপুরার তিনটে হলে রিলিজ করা হলো ‘রাধে’। যেহেতু ত্রিপুরা থেকে কার্ফু শুরু হচ্ছে বিকাল ৬ টা থেকে তাই প্রতিদিনই দুপুর ৩টে থেকে চলবে মুভিটি । সকাল ১০:৩০ টা থেকে হলগুলো চলতে শুরু করবে। ভারতের হল ‘রাধে’ সেইভাবে না রিলিজ করলেও বিদেশে হল রিলিজ করছে বলে জানিয়েছে ভাইজান। আজ সন্ধ্যে ৭:৩০ টায় জিপ্লেক্স ওটিটি প্লাটফর্মে প্রিমিয়ার হবে ‘রাধে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *