বিকালে প্রবল ঝড়বৃষ্টিতে তোলপাড় একাধিক জেলা !

ডেস্ক: আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে দক্ষিণবঙ্গে সকালের দিকে গরম ও অস্বস্তি। বিকেলের পর বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইবে। তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন নেই আগামী কয়েকদিনে। দিল্লি মৌসম ভবন জানাচ্ছে, জুন মাসের ১ থেকে ২, এরমধ্যেই বঙ্গে বর্ষা ঢুকবে। বৃষ্টি শুরু হয়ে যাবে কলকাতা সহ জেলায়।
বুধ এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে। শুক্রবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম ,মুর্শিদাবাদ ,নদিয়া জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার ঝড় বৃষ্টির আবহাওয়া। ওপরের ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের আট জেলাতেই। ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত ভাবে থাকবে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হওয়া চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই।
সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বিকেলের পর আকাশ সম্পূর্ণ মেঘলা হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।