Birthday Boy মহেশ বাবু (Mahesh Babu), জেনে নিন তিনি কত সম্পত্তির মালিক

ডেস্ক: 46 বছরে পা দিলেন মহেশ বাবু (Mahesh Babu)। সাউথ ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই তারকা নিজের অভিনয় দক্ষতা ও চার্মিং লুকস দিয়ে মন কেড়েছেন সকলের। 1999 সালে সিনেমায় আত্মপ্রকাশ করার থেকে ফিরে তাকাতে হয়নি তাকে। সাউথ ইন্ডিয়ান সিনেমার অন্যতম হাইয়েস্ট পেইড অ্যাক্টর।

আজ তারই জীবনের কিছু বিশেষ তথ্য নিয়ে আলোচনা করবো।

মহেশ বাবুর আসল নাম ঘাট্টেমনেনি মহেশ বাবু। 1975 সালের 9ই আগস্ট চেন্নাইয়ের তামিল নাড়ুতে তিনি জন্মগ্রহণ করেন।পেশা গত দিক থেকে তিনি একজন অভিনেতা এবং প্রযোজক ও।

চেন্নাইয়ের সেন্ট বেডেস্ অ্যাংলো ইন্ডিয়ান হাইয়ার সেকেন্ডারি স্কুল থেকে পড়াশোনা করেন। তারপর তিনি চেন্নাইয়ের লয়ালা কলেজ থেকে কমার্স নিয়ে গ্র্যাজুয়েশনের পাস করেন।

মহেশ বাবু বাল্য বয়স থেকে সিনেমার সাথে যুক্ত। মাত্র চার বছর বয়সে চাইল্ড অ্যাক্টর হিসাবে নিজের ক্যারিয়ার শুরু করেন। তিনি একাধিক সিনেমায় ক্ষুদে অভিনেতা হিসেবে কাজ করেছেন। 1999 সালে প্রীতি জিন্টার বিপরীতে রাজা কুমারু সিনেমা থেকে নায়কের ভূমিকায় আত্মপ্রকাশ করেন।

মহেশ বাবুর নিজেস্ব একটি প্রোডাকশন হাউজ রয়েছে যার নাম জি মহেশ বাবু এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।

মহেশ বাবুর পরিবারে রয়েছেন তার বাবা কৃষ্ণা ঘাট্টেমনেনি, মা ইন্দিরা দেবী, তিন বোন এক ভাই, স্ত্রী নম্রতা সিরতকার ও দুই সন্তান। হায়দ্রাবাদের জুবলি হিলসে তার একটি বাংলো বাড়ি আছে। এ ছাড়াও তার ভিন্ন জায়গায় সম্পত্তি রয়েছে।

মহেশের নেট ওয়ার্থ 18 মিলিয়ন ডলার। যা ভারতীয় কারেন্সি তে 150 কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *