ডেস্ক: জামালপুর বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বলরাম ব্যাপারী। মনোনয়ন জমা দেবার পর উনি মিডিয়া কে বলেছেন, এলাকায় তিনি খুবই সমর্থন পাচ্ছেন।
শ্রী ব্যাপারী বলেছেন, মানুষ ঠিক করেনিয়েছে এবার বিজেপি কে ভোট দেবেন। মোদিজির যে সোনার বাংলা স্বপ্ন দেখেছেন, সে স্বপ্ন সত্যি করার জন্য জনসাধারণ তৈরি আছে। কেননা ২০১১ সালের পরথেকে তাদের যে গনতান্ত্রিক অধিকার কেরেনেওয়া হয়েছিল, সে গণতান্ত্রিকে ফিরিয়ে আনার জন্য তারা তৈরি আছে । ১৭ তারিখে জামালপুর পদ্মফুলে ভোট দেবে।
বলরাম ব্যাপারী পলাশন এস এস হাই স্কুল (এইচএস) এর শিক্ষক। তিনি এলাকায় খুবি লোকপ্রিয় মাস্টার মশাই। বর্তমানে তিনি বিজেপি বর্ধমান সদর জেলার ইনভাইটি কমিটির মেম্বার ও জামালপুর (এসসি) বিধানসভার সংগঠন সম্পর্ক সহপ্রমুখ আছেন।
শ্রী বলরাম ব্যাপারী পূর্ব বর্ধমান জেলার মেমারি থানা অবস্থিত চাঁচাই ক্যাম্প নম্বর ১ গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্ৰহণ করেন। শ্রী ব্যাপারী আরএসএস এ প্রাথমিক বর্গ থেকে সক্রিয় ছিলেন। তিনি 2018 থেকে 2019 পর্যন্ত বিজেপি বর্ধমান সদর জেলার ইনভাইটি কমিটি মেম্বার ও মেমারি অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি কনভেনের ছিলেন।
2017 থেকে 2018 পর্যন্ত বিজেপি বর্ধমান সদর জেলার ইকোনমিক সেল কনভেনার ও জামালপুরে 12 নম্বর z.p. অবজারভার ছিলেন। 57 নম্বর z.p.কাঁকসা 2 অবজারভার ও ছিলেন। 2016 থেকে 2017 পর্যন্ত মেমারি ব্লক বিজেপির জেনারেল সেক্রেটারি ছিলেন। 2012 থেকে 2016 পর্যন্ত মেমারি ব্লক কমিটি মেম্বার ছিলেন। 2004 থেকে 2012 পর্যন্ত দোলুই বাজার 2 নম্বর অঞ্চল কমিটির মেম্বার ছিলেন। 2000 থেকে 2004 বুথ কমিটি মেম্বার ছিলেন।