বাতাসের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, শিশুরাও হতে পারে আক্রান্ত

ডেস্ক: কোরোনার ভীতিকে টেক্কা দিয়ে এগিয়ে গেছে ব্ল্যাক ফাঙ্গাসের আতঙ্ক। এখন এক নতুন তথ্য সবাইকে অবাক করে চিন্তার সম্মুখীনে এনে দেয়। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স(AIMS)-এর চিকিৎসক ডক্টর নিখিল ট্যান্ডন জানিয়েছেন, বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে মিউকরমাইকোসিস।

প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, কোভিড আক্রান্তদের মধ্যেই সংক্রমিত হচ্ছে নতুন ভাইরাস। কিন্তু চিকিৎসক Mr. ট্যান্ডন জানিয়েছেন যাদের স্বাস্থ্য দুর্বল নয় অর্থাৎ যারা বেশ স্বাস্থ্য সবল এবং যাদের ইমিউনিটি পাওয়ার স্ট্রং তাদের ভয়ের কোনো কারণ নেই। এই রোগটি নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করে প্রথমে ফুসফুসে তার প্রভাব ফেলে। কিন্তু যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সুদৃঢ় তারা খুব সহজেই এই ব্ল্যাক ফাঙ্গাস থেকে লড়াই করে সেড়ে উঠতে পারবেন।

ডক্টর নিখিল ট্যান্ডন এইমসের প্রফেসর এবং এন্ডোক্রিনোলজি ও মেটাবলিজম বিভাগের প্রধান। সম্প্রীতি একটি সংবাদ সংস্থা ANI এর মিউকরমাইকোসিস প্রসঙ্গে একটি আলোচনায় Mr. ট্যান্ডন এই বিষয়ে বিশদে জানান।

চিকিৎসক জানিয়েছেন, এই মিউকরমাইকোসিস এর সঙ্গে একজন মানুষের লড়াই করার ক্ষমতা নির্ভর করে তার রোগ প্রতিরোধের ক্ষমতার ওপর অর্থাৎ যার শরীর যত সুস্থ এবং স্বাস্থ্যসবল, রোগপ্রতিরোধের ক্ষমতা যত বেশি তিনি তত সহজেই ব্ল্যাক ফাঙ্গাসের সাথে লড়তে করতে সক্ষম হবেন।

ইতিমধ্যে ভারতের বেশ কিছু জায়গায় এই ছত্রাকটির হদিশ পাওয়া গেছে। কোরোনার দ্বিতীয় ঢেউয়ের সাথে ব্ল্যাক ফাঙ্গাসের এর দ্বৈত আক্রমণে কুপোকাত ভারতের জনগণ। নতুন তথ্যের মাধ্যমে জানা গেছে এই ফাঙ্গাসের দ্বারা শিশুরাও আক্রান্ত হতে পারে।