বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?

ডেস্ক: দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে কালবৈশাখীর সম্ভবনা বেশি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাসের গতি ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস। আগামী ৭ দিনে তাপমাত্রার কোনও বড়সড় পরিবর্তন নেই।

আজ থেকে মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। বেশ কিছু জেলায় শনি ও রবিবার দমকা ঝড়ো বাতাস প্রতি ঘন্টায় ৫০ কিলোমিটার হতে পারে। শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সোম, মঙ্গলবার দুদিনেও দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির আশঙ্কা‌। তবে ঝড়ের গতিবেগ কিছুটা কমতে পারে। মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *