ডেস্ক: কোরোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বহু টলি ও বলি অভিনেতারা। তেমনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায় মানুষের পাশে থাকার উদ্দেশ্যে এগিয়ে এসেছেন। মৌনি রয় দেশবাসীকে মহামারী সময় যতটা সম্ভব সহায়তা করে চলেছেন। সম্প্রতি তিনি মায়াপুরের ইসকন ফাউন্ডেশনে টাকা অনুদান করেন।
পশ্চিমবঙ্গের বুকে মায়াপুরের মত একটি ছোট্ট অঞ্চলে মানুষ বহু সমস্যার সম্মুখীন হচ্ছে। কার্যকরী হাসপাতাল, চিকিৎসক, অক্সিজেন সিলিন্ডারের অভাবে মানুষের প্রাণ যাচ্ছে মর্মান্তিক ভাবে।
এই সমস্যাগুলির কথা জাহির করে মৌনি রায় নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি আরো জানান মায়াপুরের ইসকন ফাউন্ডেশন এই সমস্যাগুলি মোকাবিলায় একটি চিকিৎসা কেন্দ্র তৈরি করেছে যা কোভিড আক্রান্তদের চিকিৎসায় সহায়তা করবে।
এই ফাউন্ডেশনে নিজের সামর্থ অনুযায়ী অনুদান করেন মৌনি রায়। এবং ইনস্টাগ্রামে নিজেদের অনুগামীদের সাধ্য মতো অনুদান দিয়ে পাশে থাকার অনুরোধ করেন। তিনি বলেন, “মানুষ যত বেশি এগিয়ে আসবে, এই মহৎ উদ্দেশ্যে দান করবে, মারাত্মক রোগে আক্রান্ত ব্যক্তিদের পক্ষে ততই মঙ্গল।”