ডেস্ক: আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘন্টায় আরও চড়বে পারদ, তবে শীতের অনুভূতি থাকবে ভালমতোই। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে কলকাতায় । বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে জেলায় জেলায়। এর ফলে শীতের আমেজ একটু কমবে।
আবহাওয়া দফতরের ধারণা, আগামী শুক্র ও শনিবার ফের মেঘলা আকাশ থাকবে বাংলায়। এমনকী বৃষ্টিও হতে পারে, বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গে দার্জিলিং ও অন্য জেলার পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গও ভিজবে। কলকাতাতেও বৃষ্টি হতে পারে। এছাড়া আরও আট জেলায় হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে হাওয়া-অফিস। হালকা থেকে মাঝারি কুয়াশা প্রায় সব জেলাতেই থাকবে সকালের দিকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠবে।
পূর্বাভাস অনুসারে, একটি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় এর অবস্থান করছে সিস্টেমটি । এটি আস্তে আস্তে এগোবে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে। তারপর আরো শক্তিশালী হবে। এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাডু উপকূলের দিকে। এর প্রভাবে বাংলায় দুর্যোগ হবে না ঠিকই, তবে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। বাতাসে ঢুকতে পারে জলীয় বাষ্প। অন্যদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা হচ্ছে উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।