পাচারের চেষ্টা চলছিল বোতল বোতল ফেনসিডিল আর মদ, পাচারকারীকে গ্রেফতার করে পরিকল্পনায় জল ঢেলে দেয় BSF
ডেস্ক: পয়লা জুলাই, 2022 সে আনুমানিক বেলা 1 টায়, নদীয়ায় 8 ব্যাটালিয়নের সীমান্ত চৌকি ঝোরপাড়ার জওয়ানরা, জোরালো সংবাদের ভিত্তিতে 24 বোতল ফেনসিডিল এবং 10 বোতল অফিসার্স চয়েস (ইংরেজি মদ) সহ এক যুবককে হেফাজতে নেয়। যুবক নিষিদ্ধ এসব পণ্য বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল । গ্রেফতারকৃত ব্যক্তির নাম শুভেন্দু বিশ্বাস, বয়স 29 বছর, পিতার নাম সুরেশ বিশ্বাস। অভিযুক্ত নদীয়ার ঝোরপাড়া গ্রামের বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে শুভেন্দু বিশ্বাস জানায়, সে বেশ কিছুদিন ধরে আন্তঃসীমান্ত চোরাচালানের সাথে জড়িত এবং আজ সে দত্তপুলিয়া থেকে এসব মালামাল এনেছিল, তুষার মজুমদারের স্ত্রী সরস্বতী মজুমদার তাকে এই জিনিস গুলো দেয় পাচার করার জন্য। কিন্ত বাংলাদেশে পাঠানোর আগেই বিএসএফ তাকে ধরে ফেলে। আটক যুবককে জব্দকৃত মালামালসহ ধানতলা থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্রী রাজীব রাতুরি, কমান্ডিং অফিসার, 8 ব্যাটালিয়ন জানিয়েছেন যে বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধ করার জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যার কারণে বেশ কিছু চোরাকারবারী ধরা পড়েছে, যাদের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হচ্ছে।