ডেস্ক: দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর সদস্যরা চোরাকারবারিদের পরিকল্পনা নস্যাৎ করে পশ্চিমবাংলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় তাদের দায়িত্বের এলাকা থেকে আলাদা আলাদা ঘটনায় ১৮৪০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল কাশির সিরাপ আটক করেছে। সেই সাথে ১ জন চোরাকারবারি কেও আটক করেছে। বিএসএফের এক বিবৃতিতে বলা হয়েছে, জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৩,৪৩,৪৩৫ টাকা। পাচারকারীরা এসব ফেনসিডিল ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল ।
গতকাল অর্থাৎ ২৭ ফেব্রুয়ারী, ১০৭ ব্যাটালিয়নের বর্ডার চৌকি উত্তরপাড়ার জওয়ানরা জোরালো তথ্যের ভিত্তিতে তদন্ত করে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে ২০০ বোতল ফেনসিডিল জব্দ করে। গ্রেফতারকৃত ব্যক্তি উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত গ্রাম উত্তর বয়রার বাসিন্দা, যার নাম সুভাষ মণ্ডল।
জিজ্ঞাসাবাদে সুভাষ মন্ডল স্বীকার করেন যে সে গত দুই বছর ধরে আন্তঃসীমান্ত চোরাচালানের সাথে জড়িত ছিল। সে আরও জানায়, সে বয়রা গ্রামের দাসপাড়ার বাসিন্দা ভেদে দাসের কাছ থেকে ২০০ বোতল ফেনসিডিল নিয়েছিল এবং আন্তর্জাতিক সীমান্তের কাছে সেগুলো নিয়ে যাওয়ার জন্য ৪ হাজার টাকা পেয়েছে।
অন্য একটি ঘটনায়, ওই একই দিন বর্ডার সিকিউরিটি ফোর্সের বেহরামপুর সেক্টরের অধীনে ৮৬ ব্যাটালিয়নের বর্ডার চৌকি বালিয়াশিশার জোয়ানরা তাদের এলাকার বিভিন্ন জায়গায় অ্যামবুশ লাগিয়ে চোরাকারবারিদের ঘৃণ্য উদ্দেশ্যকে ব্যর্থ করে দেয়। অন্ধকারের সুযোগ নিয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৬৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার গত ২৪ ঘণ্টায় তাদের দায়িত্বের এলাকা থেকে ১৮৪০ টি ফেনসিডিল বোতল আটক করতে সক্ষম হয়েছে।
ধৃত চোরাকারবারী এবং জব্দকৃত ফেনসিডিলের বোতল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টম অফিস/পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়েছে।
এই উপলক্ষ্যে, দক্ষিণবঙ্গ সীমান্ত জনসংযোগ আধিকারিক, এই সাফল্যে আনন্দ প্রকাশ করে তার জওয়ানদের সাবাশি দেন। তিনি বলেন যে ডিউটিতে থাকা তার জওয়ানদের সতর্কতার কারণেই এটি সম্ভব হয়েছে। অফিসার আরও, তার সৈন্যদের চোখ থেকে কিছুই লুকানো যাবে না।