দুইজন বাংলাদেশী বাচ্চাকে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করলো

ডেস্ক: সীমান্ত সুরক্ষা বাহিনীর সীমান্ত চৌকি রঙ্গিয়াপোতার জাগ্রত জওয়ানরা জেলা নদীয়া পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় দুই বস্তা গমের ভুসি বাংলাদেশে নিয়ে যাওয়ার সময় দুই নাবালিক বাংলাদেশি বাচ্চাকে আটক করেছে।
২০২১ সালের ১০ই মার্চ, রঙ্গিয়াপোতার সীমান্ত চৌকির সজাগ জওয়ানরা তাদের এলাকায় টহল দিচ্ছিল। দুপুর আনুমানিক ০১টা ৫০ মিনিট নাগাদ টহল দলটি আন্তর্জাতিক সীমান্তের কাছে দুটি সন্দেহভাজন বাচ্চাকে দুটি বস্তা নিয়ে বাংলাদেশের দিকে যেতে দেখে । টহলরত দলটি তাদের থামতে বললে উভয় বাচ্চাই থামে এবং সীমান্ত সুরক্ষা বাহিনী দুটি গমের ভুসির বস্তা সহ তাদের গ্রেপ্তার করে এবং আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের সীমান্ত চৌকি রঙ্গিয়াপোতায় নিয়ে আসে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের পরিচয় মিলন আলী, পুত্র- নূর ইসলাম আলী ও সুদীপ হুসেন, পুত্র- নোশেদ আলী বাতাই, উভয়ের বয়স 12 বছর এবং উভয়ের গ্রাম- ঠাকুরপুর, থানা-ধুমুরগুরা , বাংলাদেশের বাসিন্দা ।
তারা আরও জানায় যে হালেল নামে একজন বাংলাদেশী, যে ঠাকুরপুর গ্রামের বাসিন্দা, তাদের বলে যে তোমরা আরজু বিবি মন্ডলের(ভারতীয়) বাড়ি থেকে দুই বস্তা গমের ভুসি নিয়ে এসো এবং আমি তোমাদের উভয়কে ৬০ টাকা করে দেব , যখন আমরা গমের ভুসির বস্তা নিয়ে বাংলাদেশের দিকে যাবার চেষ্টা করি সেই সময় সীমান্ত সুরক্ষা বাহিনী আমাদের ধরে ফেলে।
বাজেয়াপ্ত ৫৫ কেজি গমেরভুসি যা কাস্টমস বিভাগ মাজদিয়াতে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য জমা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বাচ্চাদের ফিরিয়ে নেওয়ার জন্য বাচ্চাদের অভিভাবকদের সাথে নিয়ে সীমান্ত সুরক্ষা বাহিনীর সাথে যোগাযোগ করে। মানবতাবাদী ভিত্তি ও সদিচ্ছায় , বর্ডার সিকিউরিটি ফোর্স, রাঙ্গিয়াপোতা গ্রামের সদস্য ও প্রধানের উপস্থিতিতে এই দুই নাবালিকাকে বর্ডার গার্ড বাংলাদেশ ও তাদের পিতামাতার হাতে তুলে দেয়।
একই সঙ্গে বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাদেশের বোর্ডার গার্ডকে অনুরোধ করে যারা নাবালিকাদের এই ধরণের কাজে লিপ্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।
সীমান্ত সুরক্ষা বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত অতিক্রমকারী সকল ধরণের অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং অপরাধের গুরুতরতা অনুসারে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।