ডেস্ক: 22 শে জুলাই, 2022-এ আবারও বিএসএফ কর্মীরা চোরাচালানের চেষ্টা ব্যর্থ করে দেয়। দুপুর ১২:৩০ এর দিকে জয়ন্তীপুর বর্ডার আউট পোস্টে ১৫৮ ব্যাটালিয়নের কর্মীরা ৫৯ বছর বয়সী সন্দেহভাজন মহিলাকে গ্রেফতার করে।
বিএসএফ-এর মহিলা কর্মী দ্বারা সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করার পর মহিলার কাপড়ের ভিতর থেকে একটি প্যাকেট উদ্ধার করা হয়। বিএসএফ-এর অফিসিয়াল সূত্র অনুসারে, প্যাকেটে 19,700 আমেরিকান ডলার উদ্ধার করা হয়েছে, যার ভারতীয় বাজারে মূল্য 15,72,848 টাকা।
বলা হচ্ছে, ওই নারী পাচারকারী ভারত থেকে এই মুদ্রা বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু এই চোরাচালান করতে পারার আগেই বিএসএফের জওয়ানরা ওই মহিলাকে আটক করে।
গ্রেফতারকৃত ওই নারী জানান, তিনি অর্থ উপার্জনের জন্য চোরাচালানের সঙ্গে জড়িত। তিনি জানান, বিএসএফের ডিউটি লাইন অতিক্রম করে এই প্যাকেটটি অন্য একজন চোরাকারবারীর হাতে তুলে দেওয়ার কথা ছিল। এই কাজের জন্য তাকে 1000/- টাকা দেওয়া হত। আটক নারী ও জব্দকৃত মুদ্রা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পেট্রাপোল থানায় হস্তান্তর করা হয়েছে।