কোভিড স্পেশাল ফেয়ার ছাড়া বাস চালাতে নারাজ বাস মালিকরা, ন্যূনতম ভাড়া 10 টাকা করার আবেদন
ডেস্ক: রাজ্য চলতে থাকা বিধিনিষেধের সময়সীমা বেড়েছে 15ই জুলাই পর্যন্ত। তবে বহু ক্ষেত্রে শিথিল হয়েছে বাধ্যবাধকতা। বাজার হাট, দোকান, পার্লার, সেলুন ও জিম খোলা থাকবে নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী। এবং সব থেকে বড় বিষয় হলো চালু হতে চলেছে গন পরিবহন মাধ্যম। এই খবরে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস নিলেও তার স্থায়ীত্ব টা দীর্ঘ সময়ের জন্য নয় বলেই মনে করা হচ্ছে।
কারণ বাস মালিকদের দাবি ন্যূনতম ভাড়া 10 টাকা করে দেওয়া হোক, আগামী দিনের বাসে চালু হোক কোভিড স্পেশাল ফেয়ার। গত দুমাস ধরে একটানে জন্য লকডাউন এর কারণে বহু পরিমাণে ঘাটতির শিকার হয় বাস চালকেরা।
বাস মালিকরা আগামী পয়লা জুলাই থেকে রাস্তায় আদৌ নামবেন কিনা সেই নিয়ে এই মুহূর্তে দ্বন্দ্বের সৃষ্টি হয়। তাদের বক্তব্য দেশজুড়ে দিন দিন বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম, তার ওপর মাত্র 50 শতাংশ যাত্রী নিয়ে ছুটতে হবে গোটা শহরতলী, এরই মধ্যে তারা লাভের মুখ দেখতে পাবেন কিনা তা নিয়ে সংশয়।
তাই রাজ্য বাস সংগঠনের দাবী তাদের কথা মাথায় রেখে এই মুহূর্তে বাড়ানো হোক বাসের ভাড়া। একে গতবছরের লকডাউনে অনেক মাস ধরে বন্ধ ছিল বাস। ফলে ব্যাপক পরিমাণে লোকসানের মুখে পড়তে হয় তাদের। গতবছর ও লকডাউনের পর যেমন সর্বনিম্ন বাসভাড়া বেঁধে দেয়া হয়েছিল এবারও যেন সেটাই করা হয়।
যদি রাজ্য সরকার কোনো নির্দিষ্ট ভাড়া বেঁধে না দেয় তাহলে হয়তো নিজেদের মতো করে রুটের ভাড়া বাসগুলি তৈরি করবে। তাতে সমস্যা বাড়বে বৈ কমবে না। তবে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে আগের ভাড়া নিয়ে যদি কেউ নিজের ইচ্ছায় রাস্তায় বাস নামাতে চায় তাহলে সে ক্ষেত্রে বাধা দেবে না সংগঠন।