বকেয়া কর পরিশোধ না করায়, প্যারিসে ভারত সরকারের 20টি সম্পত্তি বাজেয়াপ্ত করলো কেয়ার্ন সংস্থা

ডেস্ক: কেয়ার্ন এনার্জি নামে এক ব্রিটিশ সংস্থা বাজেয়াপ্ত করলো প্যারিসে থাকা ভারতের 20 টি সম্পত্তি। সূত্রানুযায়ী, দীর্ঘদিন ধরে কেয়ার্ন সংস্থার বকেয়া কর পরিশোধ করেনি ভারত সরকার। তাই কর নে মেলায় ফ্রান্সের আদালতে ভারতের সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি চায় এই সংস্থা। অনুমতি পাওয়া মাত্রই প্যারিসে থাকা ভারত সরকারের 20টি সম্পত্তি দখলে নেয় কেয়ার্ন সংস্থা। অনুমান করা হচ্ছে সে সম্পত্তিগুলির এক একটির মূল্য 2 কোটি ইউরো র অধিক।

তবে বর্তমানে যে ভারতীয়রা সম্পত্তি গুলিতে বসবাস করছে তাদের উচ্ছেদ করা হলো ভারত সরকার এই সম্পত্তির ওপর কোন অধিকার দেখাতে পারবে না এবং সাথে বিক্রি করার ক্ষমতা থেকেও চ্যুত হয়।

গত মাসেই অর্থাৎ 11 ই জুন ফ্রেঞ্চ আদালতে এই মামলার পিটিশন ফাইল করা হয়। কেয়ার্ন সংস্থা ফ্রান্স সহ আমেরিকা, ব্রিটেন, কানাডা ও নেদারল্যান্ড ও মামলা করে। গত বছর ডিসেম্বর মাসে আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনাল(international arbitration tribunal) এর তিন সদস্যের বেঞ্চ ভারত সরকারকে সুদ সহ মোট 1.2 বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় 12 হাজার 600 কোটি টাকা পরিশোধ করার আদেশ দেয়। কিন্তু ভারত সরকার সেই নির্দেশ মানতে অস্বীকার করে।

গত মাসের কেয়ার্ন সংস্থা নিউওয়ার্ক কোর্টে জমা করা আবেদন পত্রে উল্লেখ করে, এয়ার ইন্ডিয়া ভারত সরকার দ্বারাই পরিচালিত। সুতরাং তাদেরও ঋণ খেলাপির মামলার অধীনে আনা হোক।

ফ্রান্স সরকারের তরফ থেকে এ বিষয়ে কোনো বিবৃতি না দেওয়ায়, কেয়ার্ন সংস্থা জানায়, ভারত সরকারের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে আলোচনায় বসতে চান তারা। যার জন্য চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিস্তারিত প্রস্তাবপত্রও দেওয়া হয়েছিল ভারত সরকারকে। কিন্তু ভারত সরকারের তরফ থেকে কোনো রকম উত্তর না মেলায় আইনী পদক্ষেপ নেয় এই সংস্থা।

গতবছর ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড এর আদালত ও কেয়ার্ন সংস্থার মতো আরো একটি সংস্থাকে নিউইয়র্ক ও প্যারিসে পাকিস্তানের আন্তর্জাতিক বিমান সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল।