ডেস্ক: উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে ফের মমতার প্রতিদ্বন্দ্বিতায় থাকতে পারেন শুভেন্দু অধিকারী। এমনটাই জল্পনা উস্কে দিলেন স্বয়ং শুভেন্দু অধিকারী। রবিবার শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে এমন টাই বিবৃতি রাখলেন শুভেন্দু।
প্রসঙ্গত উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে স্বল্প ভোটের ব্যবধানে হলেও তৃণমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই নিয়ে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হন। মামলা চলছে এখনো। সাথেই উপ নির্বাচন নিয়েও বারবার হানা দিয়েছেন নির্বাচন কমিশন দপ্তরে। আগামী 30 শে সেপ্টেম্বর উপ নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে। সেই অনুরূপ ভবানীপুরের বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায় পদত্যাগ করেন। আর সেখান থেকেই লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আগামী নভেম্বরের মধ্যে জিতে ফিরতে হবে তাকে।
তবে এই পরিস্থিতিতে বিজেপি অন্দরমহলে আলোচনা তুঙ্গে, কাকে করা হবে প্রার্থী সেই নিয়েই চলছে চর্চা। সাথেই চিন্তা ভাবনা ভোটে যাবে নাকি আইনি পথে ভোট ঠেকানোর চেষ্টা করবে সেই নিয়েও চলছে দোটানায়।
অন্যদিকে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে বলেন, শুভেন্দু তো একবার হারিয়েছেন, আর কতবার লড়বেন? একই লোক বারে বারে হারবে কেন?”
সোমবার মেদিনীপুরের জহর নবোদয় বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তাকে এই রূপ মন্তব্য করতে শোনা যায়। একইসঙ্গে তৃণমূলের তিনটি আসনে প্রার্থী ঘোষণা প্রসঙ্গে বলেন, ‘ও তো আগে থেকেই ঠিক ছিল, ওদের আর কি করার আছে। প্রার্থী ঠিক করে তবেই গিয়েছেন নির্বাচন কমিশন।’
সাথেই শুভেন্দু অধিকারীর সিআইডি তদন্ত প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “চলতে থাকবে, ওটা নিয়ে চিন্তা করার বিষয় নেই।” তবে অভিষেক প্রসঙ্গে মুখ খোলেননি তিনি।