ধৃতদের মেডিকেল রিপোর্ট যাচাই করার জন্য গঠন করা হবে সিবিআই মেডিকেল বোর্ড

ডেস্ক: নারদা কান্ডের মোকদ্দমায় আজ সিবিআই অভিযুক্তদের পেশ করে হাইকোর্টে। সেখানে বিচারকের হাতে ধরিয়ে দেয় ৫৩ পাতার চার্জশিট।

যেখানে স্পষ্ট ভাবে উল্লেখ ছিল নারদা স্টিং অপারেশনের শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়টি।

সোমবার ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চ্যাটার্জি কে গ্রেফতার করার পর থেকেই ফিরহাদ বাদে বাকি তিন জনের শারীরিক অবস্থার অবনতি ঘটে যার কারণে তিনজনকেই সোমবার রাতেই ভর্তি করা হয় এসএসকেএম হসপিটালে। ফিরহাদের শারীরিক অসুস্থতার কথা তার আইনজীবী সিবিআই এর কাছে বললেও মেয়ে সাবা হাকিম জানায় বাবা সুস্থ আছেন।

তবে বেশি দিন আগে মদন মিত্র করুণার আক্রান্ত ছিলেন বর্তমানে তার RT-PCR পরীক্ষা করানো হলে রিপোর্ট নেগেটিভ আসে। বুধবার তার সিটি স্ক্যান করা হবে বলে জানা যায়। “ঈশ্বর বিচার করবেন, মানুষ বিচার করবেন। সবাই শান্ত থাকুন। এটা অনেক বড় ষড়যন্ত্র, আদালতের বিচার হবে।” এমনই কিছু বললেন এসএসকেএমের বাইরে মদন মিত্র।

এবং শোভন চ্যাটার্জি ডায়াবেটিক পেশেন্ট অতিরিক্ত চিন্তার কারনে তার শরীরে সুগারের মাত্রা বেড়ে বা কমে যাওয়ার সম্ভাবনা চলে।

সোমবার রাতে সুব্রত মুখার্জি শরীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জেলেই জ্ঞান হারান বলে সূত্রে জানা যায়।

এই তিনজন ধৃতের আকস্মিক অসুস্থতার কারণে ভোররাতেই ভর্তি করা হয় এসএসকেএম-এ। কিন্তু তাদের হাসপাতালে ভর্তি হওয়া কতটা যুক্তিযুক্ত সেটা জানতেই মরিয়া সিবিআই। তাই নিজস্ব মেডিকেল বোর্ড গঠন করছে সিবিআই আধিকারিকরা। ধৃতদের শারীরিক অবস্থার খতিয়ে দেখবেন বোর্ডের সদস্যরা।

এ মাসেই পাঁচ বিশিষ্ট চিকিৎসক দের নিয়ে এই মেডিকেল বোর্ড গঠন করার চিন্তাভাবনা নিয়ে আছে সিবিআই। দিল্লীতে পাঠানো হবে মেডিকেল রিপোর্ট। সেখানেই পর্যবেক্ষণ করা হবে হাসপাতালের রিপোর্ট কতটা সঠিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *