ডেস্ক: এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি করোনার সংক্রমণ দৈনিক যেমন বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু ও। গত এক সপ্তাহের মধ্যে রাজ্যে কুড়ি হাজারের ওপরে কোরোনা সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে।
এবারে কোরোনা থাবা বসায় রাজ্যের মুখ্যমন্ত্রী বাসায়।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজ ভাই অসীম বন্দ্যোপাধ্যায় কে কেড়ে নেয় এই মারণরোগ কোরোনা।
গত একমাস ধরে মেডিকায় জীবন মরণের খেলা করে আজ সকালে প্রায়ত হন অসীম ব্যানার্জি। এ ঘটনায় মুখ্যমন্ত্রীর বাড়িতে নেমে আসে শোকের ছায়া। বছর ৬০ এর কাছাকাছি অসীম ব্যানার্জি বয়সহয়েছিলো। তিনি কখনোই রাজনীতিতে নিজের অস্তিত্ব দেখাননি।সর্বদাই রাজনীতির আলোকবৃত্ত থেকে একেবারে দূরে ছিলেন নিজেকে।
মুখ্যমন্ত্রীর সাথে একই বাড়িতে থাকতেন তিনি শরীরে কোরোনার উপস্থিতি নিয়ে প্রায় একমাস মেডিকায় ভর্তি ছিলেন অসীমবাবু। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।