মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

ডেস্ক: অনুব্রত মণ্ডলকে বীরের মতো ফেরাতে হবে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বুথ কর্মী সম্মেলনে এমনই নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

এবার সেই মন্তব্য নিয়ে কটাক্ষ করতে শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে । শুক্রবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নেমে শুভেন্দুর বক্তব্য, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বীর বলেছেন, তার সঙ্গে দেখা করতে দিল্লির তিহার জেলে যেতে হবে।”

সেখান থেকে আক্রমণাত্মক বক্তব্য পেশ করেন। তবে তাঁর আক্রমণের তিরে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই ছিলেন না। শনিবার উত্তরবঙ্গে দু’দিনের সফরে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর তাঁর সফর নিয়েও এদিন বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।

তাঁর মন্তব্য, “কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন টাকা তুলতে।”বিরোধী দলনেতা বলেন, “তৃণমূল কংগ্রেস দলটা সম্পূর্ণ একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। দলটা পরিবারবাদ, তোষণ ও দুর্নীতির উপর চলছে। তারা রাজনীতি করছে টাকা তোলার জন্য।

তিনি আরও বলেন, “দুর্নীতিগ্রস্ত দল দুর্নীতিবাজদের সম্মান করবে, এটাই তো স্বাভাবিক। এখন আত্মবিশ্বাস না দেখালে তো পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দিতে পারবে না।