পয়লা অক্টোবর থেকেই শুরু হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন, ইউজিসি জারি করল ভর্তির নির্দেশিকা

ডেস্ক: মহামারীর কারণে শিক্ষা ব্যবস্থা পরিকাঠামো হয়ে পড়েছে কমজোর। এ বছর অনেকটাই পিছিয়ে গেছে শিক্ষাবর্ষ। তবে দেরিতে হলেও কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া নিয়ে নির্দেশিকা জারি করল ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বা ইউজিসি (UGC)। বলা হয়েছে 30 সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ভর্তির প্রক্রিয়া। পয়লা অক্টোবর থেকে শুরু করতে হবে পঠন-পাঠন।সম্প্রতি রাজ্য সরকার রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে বৈঠকে বসে। শিক্ষা মন্ত্রী, শিক্ষা সচিবদের সেই বৈঠকের পর রাজ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। এবং সেখানে থেকে জানা যায় ইউজিসির সাথে সহমত রাজ্য সরকার ও। 30 সেপ্টেম্বরের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তির প্রক্রিয়া শেষ করার নির্দেশিকা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের নির্দেশিকা জারি হওয়ার পরেই শনিবার ইউজিসি তরফ থেকেও একই বিবৃতি দেওয়া হয়।

ইউজিসি নির্দেশিকা অনুযায়ী 30 সেপ্টেম্বরের মধ্যেই অনলাইন বা অফলাইন ভর্তির প্রক্রিয়া শেষ করতেই হবে। গোটা দেশের সমস্ত বিশ্ববিদ্যালয় কে চিঠি পাঠিয়েছে ইউজিসির তরফ থেকে এই নির্দেশ দেয়া হয়েছে।

গত 15 জুলাই স্নাতক ও স্নাতকোত্তরে অনলাইনে ভর্তি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। যেখানে স্নাতকদের ভর্তির জন্য অনলাইন পোর্টাল চালু হবে 2 রা আগষ্ট থেকে এবং আবেদন জমা করার অন্তিম তারিখ হল 20 ই আগস্ট। মেরিট লিস্ট ঘোষণা হবে 31 আগস্টের মধ্যে। এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে 30 সেপ্টেম্বরের মধ্যে। এবং ক্লাস শুরু হবে 1লা অক্টোবর থেকে।

আবার অন্যদিকে স্নাতকোত্তরের ক্ষেত্রে ভর্তির জন্য অনলাইন পোর্টাল চালু হবে 1 লা সেপ্টেম্বর থেকে। এবং আবেদনপত্র জমা দেয়া যাবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। কুড়ি সেপ্টেম্বর এর মধ্যে মেরিট লিস্ট প্রকাশিত হবে। এবং 25 শে সেপ্টেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করে পঠন-পাঠন শুরু হবে অক্টোবরের প্রথম থেকেই।