ডেস্ক: কোভিডের কারণে দেখা দিয়েছিল মৃত্যু মিছিল। শ’য়ে শ’য়ে মানুষ মরেছে মহামারীতে আক্রান্ত হয়ে। এবারে সেইসব মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানালো সুপ্রিম কোর্ট। কিভাবে দেয়া হবে এই ক্ষতিপূরণ তারই রূপরেখা তৈরি করার জন্য 6 মাসের সময়সীমা বেঁধে দিল দেশের সর্বোচ্চ আদালত।
কিছুদিন আগে দেশে মহামারীর কারণে মৃত ব্যক্তিদের পরিবারকে চার লক্ষ টাকা করে দেওয়ার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জমা পড়েছিল আবেদন। যদিও কেন্দ্র সেইসময় জানায় এত টাকা প্রতিটি পরিবারকে দেওয়ার সামর্থ্য নেই কেন্দ্রীয় সরকারের। খুব স্বাভাবিক ভাবেই এতগুলো টাকা কেন্দ্র দেবে না কিন্তু একপ্রকার ক্ষতিপূরণ দিতে হবে তা বুঝিয়ে দিল সুপ্রিম কোর্ট।
কত করে কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে এবং কিভাবে দেওয়া হবে তার রুট ম্যাপ তৈরি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যা আগামী দেড় মাস বা ছয় সপ্তাহের মধ্যেই প্রস্তুত করতে হবে কেন্দ্র কে। এবং ক্ষতিপূরণের রূপরেখা তৈরি করার দায়িত্ব জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের (NDMA) কাঁধে তুলে দেয় সুপ্রিম কোর্ট। জাতীয় বিপর্যয় আইনের 12 নম্বর ধারা তুলে ধরে আদালত জানায় জাতীয় ক্ষেত্রে অত্যন্ত ন্যূনতম পরিত্রাণ দিতে দায়বদ্ধ সরকার। এবং এর মধ্যে ক্ষতিপূরণ ও অন্তর্ভুক্ত।
কিন্তু ওই নির্দেশ জারির পরও আদালতের কাছে বিরোধিতা জানায় কেন্দ্র। তখন ডিভিশন বেঞ্চ জানায় জাতীয় বিপর্যয় আইনের 12 নম্বর ধারায় ইংরেজি ‘শ্যাল’ ও ‘হেন্স’ এর মত শব্দের উল্লেখ রয়েছে, সুতরাং যার অর্থ বাধ্যতামূলক। এবং সেই কারণেই ক্ষতিপূরণ দিতে বাধ্য কেন্দ্র।