রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, বাড়লো তৃতীয় ঢেউয়ের চিন্তা

ডেস্ক: গত বছর থেকেই নানান রকম কোভিড বিধি মেনেই অনুষ্ঠিত হচ্ছিল দুর্গাপুজো। এই বছরেও তার ব্যতিক্রম হয়নি। বারংবার দর্শনার্থীদের সতর্ক করা হয়েছিল মুখে মাক্স ব্যবহার করার জন্য। কিন্তু পুজোর পাঁচদিনই কারোর মুখে মাস্ক দেখা যায়নি। ফলত সংক্রমনের আশঙ্কা বেড়েছিল দ্বিগুণ।

রাজ্যে কোভিড নিম্নমুখী হলেও তৃতীয় ঢেউয়ের চিন্তা কেটে যায়নি সম্পূর্ণ। চিকিৎসক মহল থেকেই বারবার সাবধান করা হয়েছিল সঠিক বিধি-নিষেধ না মানলে দুর্গাপুজোর পর মহামারীর তৃতীয় ঢেউ চরম আকার নেবে। আর এই দুশ্চিন্তাই বাস্তবের আকার নিচ্ছে। রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিডের পজিটিভিটি রেট। সংক্রমণের গতি বৃদ্ধি পেয়েছে কলকাতাতেও। কলকাতায় আজ আক্রান্ত 194, এবং রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 690।

The upward covid graph in the state

রাজ্য স্বাস্থ্য দফতর থেকে জারি করা রাজ্যের করোনা ভাইরাসের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্য জুড়ে করোনা আক্রান্ত হয়েছেন 690 জন। মৃত্যু হয়েছে 12 জনের। গতকাল এই সংখ্যা ছিল, আক্রান্ত 624, মৃত 14। কলকাতায় অনেকটাই বেড়েছে সংক্রমণের গতি। 194 জন নতুন আক্রান্ত কে সাথে নিয়ে 43 টি অ্যাকটিভ কেস বেড়েছে কলকাতায়। পাশাপাশি মৃত্যু হয়েছে 2 জনের। যা নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 1 হাজার 670।

অন্য জেলাগুলির মধ্যে উত্তর 24 পরগণায় সংক্রমণ সব থেকে বেশি পাওয়া গিয়েছে। এই জেলায় আক্রান্ত হয়েছেন 103 জন, মৃত্যু হয়েছে 3 জনের। উত্তর 24 পরগণার পরেই রয়েছে হুগলী। এই জেলায় আক্রান্ত হয়েছেন 67 জন, মৃত্যু হয়েছে 2 জনের। কলকাতা এবং উত্তর 24 পরগণা বাদ দিয়ে কোন জেলাতেই নতুন আক্রান্তের সংখ্যা ১০০ পেরিয়ে যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *