কাজ করছে না কোরোনা ভ্যাকসিন! আক্রান্তদের মধ্যে 70% মানুষের দুটো ডোজ সম্পূর্ন
ডেস্ক: দরজায় কড়া নাড়ছে আসন্ন তৃতীয় ঢেউ। দুর্গাপুজোর পর থেকে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ। চিন্তা বাড়াচ্ছে রাজ্যের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। সংক্রমণের হার মহানগরীতে বৃদ্ধি পেয়েছে সর্বাধিক। কিন্তু দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে 70 শতাংশ ব্যক্তিরই কোরোনার দুটি ডোজ সম্পূর্ন। কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, গত 24 ঘন্টায় 260 জন ব্যক্তি আক্রান্ত হন এবং এদের মধ্যে 163 জন ব্যক্তিই কোরোনা দুটি ডোজ নিয়ে নিয়েছিলেন।
তাহলে কি কাজ করছে না ভ্যাকসিন?? এই বিষয়টি নিয়ে কপালে ভাঁজ পরেছে বিশেষজ্ঞদের মধ্যে। গত বৃহস্পতিবার রাজ্য জুড়ে আক্রান্তের সংখ্যা ছিল 530 জন যা 7 দিনে বৃদ্ধি পেয়েছে 75% । ডবল ভ্যাকসিন নিয়েও আক্রান্ত হচ্ছে আমজনতা। যার কারণে ভয় দিন কাটাচ্ছে তারা।
কলকাতায় আক্রান্ত 260 জনের মধ্যে 163 জন অর্থাৎ যারা ডবল ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে 120 জনই উপসর্গহীন এবং 43 জনের উপসর্গ রয়েছে। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্য জুড়ে আক্রান্ত হয়েছেন 833 জন এবং মৃত্যু হয়েছে 14 জনের। 24 ঘন্টায় টেস্ট হয়েছে 33 হাজার 18 টি। সুস্থ হয়েছেন 775 জন। রাজ্যে সার্বিক সুস্থতার হার 98.33%।