ডেস্ক: এ বছরেও মহামারীর কারণে বন্ধ থাকছে পুরির রথযাত্রা। একথা ঘোষণা করল মাহেশ জগন্নাথ ট্রাস্টি বোর্ড। আগামী 12 ই জুলাই রথযাত্রা।
কিন্তু রথযাত্রা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহেশ জগন্নাথ মন্দিরের সেবাইত পুত্র পিয়াল অধিকারী জানিয়েছেন, মাহেশের রথযাত্রা দেখতে বহু মানুষের সমাগম হয় সেখানে সামাজিক দূরত্ব বিধি মানা অসম্ভব। কোরোনা পরিস্থিতিতে তাই রথযাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে।
আগামী 24 শে জুন জগন্নাথের স্নান যাত্রা উৎসব। স্নানপিড়ির মাঠে হয়ে থাকে এই উৎসব কিন্তু এবারে সেই রীতিতেও আনা হচ্ছে বদল। জগন্নাথ মন্দিরেই হবে স্নানযাত্রা।
12 ই জুলাই রথযাত্রা উৎসব হবে সেটিতে ও করা হয়ছে বদল। যেখানে জগন্নাথ মন্দিরের পাশেই অস্থায়ীভাবে করা হবে মাসির বাড়ি। এবং সেখানেই থাকবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
কিন্তু পুজোতে কোন ত্রুটি হবে না রীতি মেনেই পুজো করা হবে। নারায়ণ শিলাকেই সাত পাক ঘোরানো হবে রথের পাশ এবং শুধুমাত্র নারায়ণ শিলা কে নিয়ে যাওয়া হবে পদব্রজে। পুজো হবে রথের।
এবারে মাহেশের রথ যাত্রার পূর্তি হলো 625 বছর। এবং রথের বয়স হলো 136 বছর।