বর্ষার সাথেই বাংলায় প্রবেশ করবে ঘূর্ণিঝড় ‘গুলাব’, ইয়াসের থেকেও হতে পারে শক্তিশালী
ডেস্ক: বাংলায় পাওয়া যাচ্ছে আরেক ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানায় বাংলায় বর্ষার প্রবেশের মধ্য দিয়েই ধেয়ে আসবে ঘূর্ণিঝড় ‘গুলাব’। এবং আগামী কয়েকদিনের জন্য এই নিম্নচাপ এর ফলে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
হাওড়া, কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতে ও প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী ইয়াসের থেকেও শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড় ‘গুলাব’। এর গতিপথ এখনো নির্ণয় করা যায়নি। তবে খুব দ্রুতই এর গতিপথ জানার চেষ্টা করছেন আবহাওয়াবিদরা। প্রবল বর্ষণের সাথেই ঝড় উঠতে পারে এমনই ধারণা করা যাচ্ছে বাংলার পাশাপাশি উড়িষ্যার উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘গুলাব’।
এখনো পর্যন্ত ইয়াসের প্রভাব থেকে বেরিয়ে আস্তে পারেনি পশ্চিমবঙ্গের বহু জেলা তার মধ্যেই এমন আরেক ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আতঙ্কিত করেছে মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমানের মতো এলাকার মানুষদের। একই ছবি দেখা যায় উড়িষ্যার ক্ষেত্রেও। ইয়াসের তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ। পুনরুদ্ধার করা সম্ভব হয়নি তাদের ভেসে যাওয়া বাড়ি ঘর।