ডেস্ক: মাসের শুরুতেই দাম কমল রান্নার গ্যাসের। এলপিজি সিলিন্ডারের দাম 30-31 টাকা কমানো হয়েছে। আজ 1 জুলাই থেকে কার্যকর হয়েছে এই মূল্য। তবে এই দাম কমেছে 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের জন্য। স্বাভাবিকভাবেই এই হ্রাসের কারণে রেস্তোরাঁ মালিক, ধাবা মালিকদের মতো বাণিজ্যিক এলপিজি ব্যবহারকারীরা আরও সস্তায় সিলিন্ডার পাবেন। তবে ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি।
রাজধানী দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডার 30 টাকা কমিয়ে 1646 টাকা হয়েছে। জুন মাসে এর দাম ছিল 1676 টাকা প্রতি সিলিন্ডার।
কলকাতায়, বাণিজ্যিক সিলিন্ডার 31 টাকা কমিয়ে 1756 টাকা হয়েছে। জুন মাসে এর দাম ছিল 1787 টাকা প্রতি সিলিন্ডার।
মুম্বাইতে, বাণিজ্যিক সিলিন্ডার 31 টাকা কমিয়ে 1598 টাকা হয়ে গেছে। জুন মাসে এর দাম ছিল 1629 টাকা প্রতি সিলিন্ডার।
চেন্নাইতে, বাণিজ্যিক সিলিন্ডার 30 টাকা কম হয়ে 1809.50 টাকা হয়েছে। জুন মাসে এর দাম ছিল 1840.50 টাকা প্রতি সিলিন্ডার।
আজ থেকে অন্যান্য রাজ্যে বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিহারের রাজধানী পাটনায় 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে 1915.5 টাকা। একই সঙ্গে গুজরাটের আহমেদাবাদে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডার সস্তা হয়ে 1665 টাকা হয়েছে।
ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি
গার্হস্থ্য 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের হারে কোনো পরিবর্তন হয়নি। আগের দামেই পাবেন সিলিন্ডার। জেনে নিন তাদের রেট
দিল্লিতে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার 803 টাকায় পাওয়া যাচ্ছে।
কলকাতায় গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে 803 টাকায়।
মুম্বাইতে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার 802.50 টাকায় পাওয়া যাচ্ছে।
চেন্নাইতে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার 818.50 টাকায় পাওয়া যাচ্ছে।