মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে FIR দায়ের করলো দিলীপ ঘোষ

ডেস্ক: একদিকে যেখানে সোমবার সকাল থেকেই রাজ্য উত্তপ্ত হয়ে রয়েছে সেখানে তার ওপর আগুনে ঘি ঢালার কাজটা করে দিয়েছে রাজ্যের বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

রাজ্যের ৪জন তৃণমূলের দাপুটে নেতা যথা পুর প্রশাসক ফিরহাদ হাকিম, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় কে সিবিআই গ্রেফতার করে নিয়ে যায় আজ সকালে। প্রতিবাদ জানাতে সেখানেই পৌঁছে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে গিয়ে দাবি জানায় তাকেও গ্রেফতার করার জন্য।

অন্যদিকে দিলীপ ঘোষ মমতার বিরুদ্ধে দায়ের করেন এফআইআর। মেদিনীপুরের কোতোয়ালি থানায় দায়ের করা হয় এই এফআইআর. রাজ্যের ভোট পরবর্তী হিংসার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে উস্কানির অভিযোগ তোলা হয়েছে।

দিলীপ ঘোষের দাবি, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে খেলা হবে বলে হুশিয়ারি দিয়েছিলেন মমতা। আর তারপর ২ রা মে থেকে রাজ্যে একের পর এক হিংসার ঘটনা ঘটেছে লুটপাট, ধর্ষণ, খুনের মতো ঘটনায় সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী বলে উল্লেখ করা হয়েছে অভিযোগ পত্রে। তিনি আরও জানান, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছেন মমতা। জনসভা গিয়ে লাঠি, হাতা, খুন্তি নিয়ে বাহিনীদের আক্রমণ করার বার্তা দিতেও শোনা গেছে তাকে। তাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।