
ডেস্ক:দক্ষিনবঙ্গে আজ থেকে আগামী ৫ দিন অর্থাৎ বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টি এবং কালবৈশাখীর পূর্বাভাস। গরম ও অস্বস্তিকর আবহাওয়া আজ দুপুরেও কোনো কোনো জেলায় বহাল। পশ্চিমের একাধিক জেলায় পারদ ৪০ এর ওপরে। বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি।
ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। কোনো কোনো জেলায় কালবৈশাখীর পরিস্থিতি। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে বীরভূম ,মুর্শিদাবাদ, নদীয়া ,পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে।কলকাতাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।
উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি চলছে। বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি সব জেলাতেই। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। শনিবার থেকে সোমবারের মধ্যে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।
ঘূর্ণিঝড় ও ঘুনাবর্ত এক জিনিস নয়। সার্কুলেশন রয়েছে বঙ্গোপসাগরে। আপাতত পাঁচ দিন ঘূর্ণিঝড়ের কোন সতর্কবার্তা নেই বঙ্গোপসাগরে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রকাশ করলেও ভারতের মৌসম ভবন এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় নিয়ে কোনো আপডেট দেয়নি। বিভ্রান্তিকর ভুয়ো খবর না ছড়ানোর আবেদন জানিয়েছে মৌসম ভবন।
আপেক্ষিক আর্দ্রতা চূড়ান্ত পর্যায়ে যাবে। বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে কোনো কোনো এলাকায় বৃষ্টি হলেও আজ তেমন স্বস্তি ফেরার সম্ভাবনা কম কলকাতায়। আগামীকাল অপেক্ষাকৃত সন্তোষজনক বৃষ্টি বা কালবৈশাখী পেতে পারে কলকাতা।