দিনেরবেলা গরম , রাতের বেলা ঠান্ডা, কেন এমন অবস্থা ?

কবে দিয়ে পড়ছে ঠান্ডা রাজ্যে ?কি জানালো আবহাওয়া দপ্তর?

ডেস্ক: নভেম্বর মাসের প্রায় কয়েক সপ্তাহ কেটে গিয়েছে! সেভাবে এখনও দেখা নেই শীতের। তবে সকালের দিকে একটা ঠাণ্ডা অনুভূতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে তা বদলে যাচ্ছে। ক্রমশ বাড়ছে তাপমাত্রা। রাত নামতেই আবার একটু করে নামতে শুরু করছে তাপমাত্রা। ভোরের দিকে গায়ে দিতে হচ্ছে চাদর। এমনকি বন্ধ করে দিতে হচ্ছে পাখা। এমন ঠাণ্ডা গরমে ক্রমশ বাড়ছে অসুস্থ হওয়ার প্রবণতা।

বাংলায় শীতের আমেজ আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, ধীরে ধীরে আবহাওয়ার বদল ঘটছে। এমনকি ঠাণ্ডার আমেজ বাংলায় এসে গিয়েছে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা। ঠাণ্ডা পড়তে আর বেশিদিন বাকি নেই বলেও পূর্বাভাস। তবে জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে বেশ কিছুদিন আরও সময় লাগবে বলেও মনে করা হচ্ছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আপাতত আকাশ পরিস্কার থাকবে। বাংলায় দক্ষিণ পশ্চিম আর প্রবেশ করছে না। এমনকি উত্তরের হাওয়া ঢোকা শুরু হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এমনই থাকবে আবহাওয়া হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন এমনই আবহাওয়া বজায় থাকবে বাংলায়। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে। ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে আগামী কয়েকদিন সকালে একাধিক জেলা কুয়াশায় ঢাকা পড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ফলে রাজ্য সড়ক কিংবা জাতীয় সড়কে কুয়াশায় বিঘ্ন হতে পারে যান চলাচলে। এমত অবস্থায় গাড়ি আস্তে চালানোর কথা বলা হয়েছে।

থাকছে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও ধীরে ধীরে তাপমাত্রা কমবে। তবে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং সহ তিন জেলায় বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। তবে ভারী বৃষ্টির কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আগামী কয়েকদিন উত্তরে এমন পরিস্থিতি বজায় থাকবে। এরপরেই সেখানের জেলাগুলিতে ঠাণ্ডার পরিস্থিতি তৈরি হবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।