দিনভর ভারী বৃষ্টিপাতে তোলপাড় হবে দক্ষিণবঙ্গের জেলাগুলি!

ডেস্ক: গুজরাত সংলগ্ন আরব সাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। পূর্ব মধ্য আরব সাগর ও কর্ণাটক উপকূলে এই ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হতে পারে। প্রাথমিকভাবে এটি উত্তর দিকে এগোবে এবং ক্রমশ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটি ক্রমশ আরব সাগরে শক্তি সঞ্চয় করে বারবার দিক পরিবর্তন করবে। মহারাষ্ট্র উপকূল পেরিয়ে এটি গুজরাট উপকূলে প্রবেশ করতে পারে। ২৮শে মে থেকে ৩০ শে মে এর মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করার প্রবল সম্ভবনা। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে শক্তি। এই নাম দিয়েছে শ্রীলংকা। যার অর্থ পাওয়ার বা ক্ষমতা।

বঙ্গোপসাগরেও বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি দক্ষিণ দিকে ঝুঁকে আছে। মে মাসের শেষ সপ্তাহে ২৬ থেকে ২৮ তারিখের মধ্যে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। আন্দামান সাগর সংলগ্ন এলাকায় এই ঘূর্ণাবর্ত তৈরি হলেও তা ক্রমশ মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে।

মৌসুমী রেখা অর্থাৎ বর্ষা আরো একটু এগিয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর পার হয়ে এটি ক্রমশ উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে। মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে।

উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার ঝড় বৃষ্টির আবহাওয়া। ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত ভাবে থাকবে দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের সম্ভাবনা বেশি থাকবে। আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হওয়া চলবে উত্তরবঙ্গে। শুক্রবার ঝড় বৃষ্টি সব জেলাতেই। শনিবার দার্জিলিং সহ পার্বত্য ও সংলগ্ন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি।