সাবওয়েতে ঢোকা মাত্রই ট্রেনে ছাপিয়ের পড়ল জলস্রোত, ডুবো ডুবো অবস্থা যাত্রীদের

ডেস্ক: বিগত কিছুদিন ধরেই ভারী বৃষ্টিপাতের জেরে নাস্তানাবুদ চিনবাসি। জলে সম্পূর্ণ ডুবে গেছে হেনান প্রদেশ। এবার সেখানেই দেখা দিল এক মর্মান্তিক ঘটনা। বুধবার সকালে হেনানের জেংজউ শহরের এক সাবওয়েতে প্রবেশ করা মাত্রই থমকে দাঁড়াল ট্রেন। এবং সাথে সাথেই হু হু করে জল ঢুকতে থাকে ট্রেনের একের পর এক কামরায়। একসময় সেই জল উঠে আসে যাত্রীদের বুক পর্যন্ত। কোনমতেই খুলছে না ট্রেনের দরজা। স্থানীয় কর্তৃপক্ষের কাছে খবর পৌঁছে মাত্রই উদ্ধারকার্যে তৎপর হয় তারা।

শতাধিক যাত্রী কে ট্রেনের দরজা ভেঙে উদ্ধার করা হলেও দীর্ঘক্ষন বন্দি থাকার কারণে মৃত্যু হয় 12 জনের। গোটা শহর জুড়ে দেখা যায় একই পরিস্থিতি প্রায় এক কোটি বাসিন্দার ওই প্রদেশের বিভিন্ন জায়গায় জলে আটকা পড়ে যায় বহু মানুষ।

সোশ্যাল মিডিয়াতে এই পরিস্থিতির ভিডিও শেয়ার হয় যেখানে একটিতে দেখা যায় কি হারে ঝাঁপিয়ে পড়ছে জলস্রোত ট্রেনের ভেতর এবং অন্যটাতে দেখা যায় এক বুক জলে ট্রেনের ভেতরে দাঁড়িয়ে রয়েছেন শতাধিক যাত্রী।

 

জেংজউ শহরের বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। গোটা শহর জুড়ে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা ফলে সেইসব শহরের বাসিন্দাদের বাইরে থাকা আত্মীয়রা চিন্তায় উদ্বেগ হয়ে রয়েছে।

এমনকি বৃষ্টির পরিমাণ এতটাই বেশি হয়ে পড়েছে যে শহরের কিছু দূরে অবস্থিত বাঁধটিও যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।