সারা বাংলার দুর্গাপূজা দেখা যাবে এই একটি পূজা মণ্ডপে
বেহালা বুড়োশিবতলা জনকল্যাণ সংঘ ইউনেস্কোর স্বীকৃতির পিছে থাকা মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে
ডেস্ক: বাংলায় এবার দ্বিগুণ উৎসাহে দুর্গাপুজো করছেন আয়োজকরা। বহু বছর পর তিনি পেয়েছেন বৈশ্বিক স্বীকৃতি। আর যাঁরা ইউনেস্কো থেকে প্রাপ্ত সম্মানের পিছনে রয়েছেন, বেহালা বুড়োশিবতলা জনকল্যাণ সংঘ তাদের পূজা মণ্ডপের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছে।
এখানে প্রতিযোগিতাকে পাশ কাটিয়ে সেরা পূজা অনুষ্ঠান ও তাদের স্রষ্টা শিল্পীদের কারিগরীকে মণ্ডপে স্থান দিয়ে স্যালুট করা হয়েছে। এই একটি পূজা প্যান্ডেলে সারা বাংলার দুর্গাপূজা দেখানোর চেষ্টা করা হয়েছে।
মণ্ডপটিকে একটি আর্ট স্কুলের রূপ দিয়ে বাংলার শিল্প এবং শিল্পীদের যাত্রা দেখানো হয়েছে
মণ্ডপটিকে একটি আর্ট স্কুলের রূপ দেওয়া হয়েছে, যেখানে বাংলার শিল্পীদের শিল্পযাত্রা চিত্রিত করা হয়েছে। সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে দর্শক, মিডিয়া এবং বিভিন্ন পূজা প্রতিযোগিতার বিচারকদের, যারা শিল্পীদের কল্পনা কে বিবেচনা করে খ্যাতি দিয়েছেন । সেই সাথে পূজা মন্ডপের মাধ্যমে পুজো সফল করতে পুলিশ ও প্রশাসনের অক্লান্ত সহযোগিতার জন্য ধন্যবাদ জানানোর চেষ্টাও করা হয়েছে।
পূজার থিম ‘আমাদের সৃষ্টি, আপনার দৃষ্টি’ রাখা হয়েছে। এইবার বেহালা বুড়োশিবতলা জনকল্যাণ সংঘের 16 তম বছর, যেটি প্রথম পুজো মাধ্যমে কলকাতার সেরা পুজো অনুষ্ঠানে নাম নথিভুক্ত করেছে৷ অনুদান ছাড়াই এবং বিজ্ঞাপনদাতাদের সহায়তায় ছাড়াই লক্ষাধিক বাজেটে এই পূজার
এখানে চাঁদা ছাড়াই পুজো হয়
আয়োজনকারী রবিন মন্ডল বলেন, আমরা যখন পূজা করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কারও কাছ থেকে চাঁদা নেব না, কারণ চাঁদার নামে পূজা কমিটির অত্যাচারের কাহিনী আমরা শুনেছি।
আমরা বিজ্ঞাপনদাতাদেরও সাহায্য নি না, কারণ তাদের ফুটপাথ দখলে দর্শকদের জন্য জায়গা কমিয়ে যায়। প্রথমবারে 20 লাখ টাকা বাজেটে পূজা শুরু হয়েছিল, এবার খরচ 50 থেকে 60 লাখে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
২৮শে সেপ্টেম্বর পূজা মন্ডপ উদ্বোধন করবেন অন্ধ বিদ্যালয়ের শিশুরা। আমরা ইউনেস্কো থেকে বাংলার পূজা কে বিশ্বব্যাপী স্বীকৃতির জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চেষ্টা করছি।
বাংলার বিখ্যাত শিল্পী ও বিভিন্ন শিল্পকর্মকে আমরা একটি আর্ট স্কুলের রূপ দেওয়ার চেষ্টা করেছি, যার মাধ্যমে আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাদের প্রচেষ্টায় আজ বাংলার দুর্গাপূজা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে।