ইউটিউব শর্টসে ভিডিও শেয়ার করলেই সুযোগ পাবেন প্রতিমাসে লক্ষাধিক টাকা আয় করার

ডেস্ক: গুগোল অন্তর্ভুক্ত ইউটিউব বর্তমানে এন্টারটেইনমেন্টের সাথে ইনকামের ও একটি প্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। এবং এই ইনকামের রাস্তা প্রশস্ত করতে সম্প্রীতি ইউটিউবে তরফ থেকে জানানো হয় ইউটিউব শর্টসের জন্য যারা ভিডিও তৈরি ও শেয়ার করবেন তারা প্রতি মাসে 7 লক্ষের বেশি টাকা আয় করতে পারবেন। তবে সেসব ভিডিও গুলি প্রধানত ইকোসিস্টেমের ওপর নির্ভর ওপর জোর দিয়েছে এই জনপ্রিয় সংস্থা।

ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার নীল মোহন জানিয়েছেন, অনলাইন প্রকাশনার একটি পডকাস্টের সময় এই ঘোষণা আগেই করেছিল। সংস্থা চলতি মাস থেকেই ভিডিও নির্মাতাদের অর্থ প্রদান শুরু করার পরিকল্পনা করছে। তিনি আরো জানান নির্মাতারা ইউটিউব শর্টস তৈরির জন্য প্রতি মাসে 10000 ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 7.41 লক্ষ্য টাকা উপার্জনের সুযোগ পাবেন।

চলতি বছরের মে মাসেই শর্টস নির্মাতাদের জন্য একটি তহবিল তৈরি করেছিল ইউটিউব। তবে সেই সময়টি তহবিল সম্পর্কে কিছু জানানো হয়নি ইউটিউবের তরফ থেকে। সম্প্রতি দ্য ভার্জের রিপোর্ট অনুসারে জানা যায়, অর্থ উপার্জনের জন্য যে জনপ্রিয়তা দরকার তা নির্ভর কবরে প্রতিমাসে ওই ভিডিওতে কতজন লোক শর্টস তৈরী করছেন এবং কতসংখ্যক লোক ভিডিও দেখছেন তার ওপর। এবং প্রত্যেকটি ভিডিওতে দর্শক সংখ্যা যত বেশি হবে সেই ভিউয়ের উপর ভিত্তি করে করা হবে অর্থ প্রদান।

প্রসঙ্গত জানিয়ে রাখি 2020 সালের সেপ্টেম্বর মাসে ভারতে ইউটিউব শর্টস চালু করে সিদ্ধান্ত নিয়েছিল ইউটিউব। ভারতের পাশাপাশি আরো 100 টির বেশি দেশে চালু করা হয়েছিল এই নতুন ফিচার। তবে এর আগেই নিরাপত্তা ও ব্যবহারকারীদের গোপনীয়তার ইস্যুতে টিক টক নিষিদ্ধ করা হয়েছিল ভারতে।