কাঁথিঃ দলের কর্মীদের চাঙ্গা করতে রামনগর থেকে কাঁথি পর্যন্ত পরিবর্তন যাত্রার রথের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সদ্য বিজেপিতে যোগদানকারী বিজেপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ১৫ ই মের পর তৃণমূল আর থাকবে না। তাই এমন আচন করবে না যাতে তোমাদের ( তৃণমূলের) বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হয়।
নিউটন একটি থার্ডল বলে গিয়েছেন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। সেটা যেন প্রয়োগ করতে না হয়। ২১ শে বিজেপির সরকার হবে।দুটো করে লাড্ডু আমরা হাতে করে দেবো। ডব্ল ইঞ্জিন সরকার হবে আমি মাটির গন্ধ পাই। দুদিন আগে আমি উত্তর বঙ্গ ঘুরে এলাম একদম নিশ্চিন্তে থাকুন বাংলায় বিজেপি সরকার গড়বেই।
রাজ্য বিজেপির পক্ষ থেকে সাধান মানুষকে পরিবর্তনের পরিবর্তন করার জন্য পরিবর্তন যাত্রার আয়োজন করা হয়েছে। পরিবর্তন যাত্রার রথ বাংলার প্রতিটি জেলায় গ্রাম গঞ্জে ঘুরে চলেছে। বুধবার বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে রামনগরের পিছাবনী থেকে কাঁথি পর্যন্ত।
পরিবর্তন যাত্রার রথের আয়োজন করা হয়। রথের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, প্রাক্তন বিধায়িকা বনশ্রী মাইতি, কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি অনুপ সামন্ত সহ অন্যান্যরা। আগে পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির রথের চাকা গড়াতে পারতো না।
কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর বিজেপির রথের চাকা যেমন তরতরিয়ে চলেছে সাথে হাজার হাজার মানুষ সামিল। এখন দেখার ২১শের নির্বাচনে বাংলায় বিজেপি কতগুলো আসন লাভ করতে পারে। সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।।