ফের নিম্নচাপের ভারী বৃষ্টির সতর্কতা !

ডেস্ক: মধ্য মায়ানমারে তৈরি ঘুণাবর্ত শুক্রবার নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এরপর শক্তিশালী নিম্নচাপের রূপ নিয়ে বাংলাদেশ উপকূল ও সংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে। যার ফলে সমুদ্র উত্তাল হবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রে ৩৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইবে। এর প্রভাবে শুক্র ও কাল শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।

দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিকে উত্তরবঙ্গেও শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে হাওয়া অফিস।

শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কলকাতা ,হাওড়া, নদীয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। শনিবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূম জেলাতে।

উত্তরবঙ্গে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা জেলাতে। এছাড়াও বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টি হবে কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। শহর কলকাতায় মেঘলা আকাশ। শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার দুপুর পর্যন্ত এই বৃষ্টি চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *