নবান্নের কাছে ভোর রাতে লাগে আগুন, অগ্নিকাণ্ড সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুটি দমকল
ডেস্ক: হাওড়া শিবপুর থানা অন্তর্গত মনসাতলা, দ্বিতীয় হুগলি সেতু নিচের রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নর খুব কাছে শুক্রবার ভোররাতে হঠাৎ আগুন লাগে দাও দাও করে জ্বলতে শুরু করে।
সেই সময় সেইখানে থাকায় একা স্থানীয় ব্যক্তি হঠাৎ ধোঁয়া লক্ষ্য করেন, তিনি কাছে গিয়ে দেখতে পান যে আগুন লেগেছে। ব্যক্তিটি সাথে সাথে শিবপুর থানা আধিকারিকদের খবর দেন। সঠিক সময় ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছায় এবং 40 মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনা সম্ভব হয়। জানিয়ে রাখি, গত কয়েক মাস আগে নবান্নর কাছে একটি সরকারি অফিসের পিছনে আগুন লেগেছিল। আর সেই ঘটনার পর আবার এখানে কি করে ভোররাতে আগুন লাগে তা স্পষ্ট জানা যায়নি।
যদিও দমকল আধিকারিকদের অনুমান কেউ অসতর্কভাবে ধূমপান করে এখানে ফেলেছে যার ফলে এই আগুন লাগে। এক স্থানীয় ব্যক্তি জানিয়েছেন এইখানে বেশ কয়েকদিন আগে একজন বাড়ি বানানোর উদ্দেশ্যে এসেছিল তাকে বারণ করায় সেদিন হুমকি দিয়েছিল যে আবার এখানে আগুন লাগিয়ে দেবে। সম্ভবত ওই ছেলেটিই এই ঘটনার পিছনে দায়ী এমনটাই তার আশঙ্কা করা হয়েছে। নবান্নর কাছে ঘটা এই অগ্নিকাণ্ডে কোনরকম কারো হতাহতের খবর না থাকলেও ভোরবেলায় এলাকার মানুষদের মধ্যে তৈরি হয়েছিল আতঙ্ক।