তৈরী সমস্ত প্রস্তুতি তার সত্ত্বেও উপনির্বাচনের তারিখ না পাওয়ায় ইলেকশন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস

ডেস্ক: তৈরী সমস্ত প্রস্তুতি তার সত্ত্বেও উপনির্বাচনের তারিখ দিতে দেরি করছে ইলেকশন কমিশন। তাই এই বক্তব্য নিয়েই কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত জানিয়ে রাখি, গত মে মাসের শুরুতেই বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছিল। সেখানে সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের নিয়ে বাংলায় ক্ষমতার মসনদে মমতা সরকারের আধিপত্য কায়েম হলেও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিপক্ষে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হলেও নিজের আসন ধরে রাখতে হলে ফের উপনির্বাচনে লড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই মোতাবেক বাই ইলেকশন হতে হয় ফলাফলের ছয় মাসের মাথায়। এদিকে ইতিমধ্যে দুই মাস পেরিয়ে গেলেও উপনির্বাচনের তারিখ পাননি মমতা বন্দ্যোপাধ্যায়। কোরোনার দ্বিতীয় ঢেউ বর্তমান সময়ে কিছুটা নিয়ন্ত্রণে, তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই উপনির্বাচনের ঝমালে মিটিয়ে নিতে চায় তৃণমূল।

রাজ্যের সাতটি কেন্দ্রের উপনির্বাচন করাতে চলছে প্রস্তুতি, পরীক্ষা করা হচ্ছে ইভিএম মেশিন। কিন্তু তার সত্ত্বেও এখনো উপনির্বাচনের দিনক্ষণ জানাচ্ছে না কমিশন। সে কারণেই আজ কমিশনের দ্বারস্থ হল তৃণমূলের প্রতিনিধি দল।

মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘাঁটি ভবানীপুর থেকেই লড়বেন উপনির্বাচন। তাই নিজের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। কোরোনার তৃতীয় ঢেউ আসার আগেই নিয়ন্ত্রিত পরিস্থিতির এর মধ্যেই বকেয়া ভোট করিয়ে নিতে বরংবার কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য দৈনিক সংক্রমণ 20 হাজারের ওপর থাকার পরেও যদি ভোট হয় তাহলে এখন তা হাজারের নিচে নামার পরেও কেন এগিয়ে আসছে না নির্বাচন কমিশন।