তৈরি হলো ইতিহাস, প্রথমবার অলিম্পিক সেমিফাইনালে ভারতীয় মহিলা হকি টিম

ডেস্ক: স্বপ্ন যেনো বাস্তবে। পুরুষদের হকির পর এবার মহিলাদের হকির সেমিফাইনালে পৌঁছেছে ভারতীয় মহিলা দল। 1-0 গোলে অস্ট্রেলিয়ার মতো একটি তুখর দলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে সকলকে তাক লাগিয়ে দিলো ভারত। ম্যাচের এই একমাত্র গোলটি করেন গুরজিত কৌর।

এইদিন প্রথম কোয়ার্টারে গোলশূন্য থাকার পর দ্বিতীয় কোয়ার্টারে গুরজিত কৌরের পেনাল্টি কর্ণার থেকে করা গোলে এগিয়ে যায় ভারত। একটিই পেনাল্টি কর্ণার পেয়েছিল ভারত আর সেখান থেকেই করে গোল। তারপর থেকেই অস্ট্রেলিয়া চাপ বাড়তে শুরু করে ভারতের ওপর। এদিন মোট আটটি পেনাল্টি কর্ণার পায় অস্ট্রেলিয়া। কিন্তু প্রত্যেকটি পেনাল্টি থেকেই গোলডিফেন্ডার সবিতা পুনিয়ার পারফরম্যান্স থেকে গোল করতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া হকি টিম।

রনি রামপালের ও সামনে গোলের মুখে খোলার চেষ্টা করলেও ব্যবধান বাড়াতে পারেননি। 1-0 গোলে জিতে প্রথমবার অলিম্পিক হকির সেমিফাইনালে পৌঁছালো ভারত। 1980 ও 2016 র পর তৃতীয়বার অলিম্পিকে ভারতীয় মহিলা হকি দল। 1980 সালে অলিম্পিকে চতুর্থ স্থান পেয়েছিল ভারত এবার উঠল সেমিফাইনালে। তৈরি হল নতুন ইতিহাস। এখন অপেক্ষা পদকের।