ডেস্ক: লকডাউনে যেখানে মানুষের দু’বেলা দু’মুঠো খাবার জোটা দায় হয়ে পড়েছে। সেই পরিস্থিতিতে কিছু মানুষের উল্লাসের শেষ হয় না।
গোটা রাজ্যের পূর্ণ লকডাউনে শিলিগুড়ির ভক্তিনগর এলাকার একটি পাবে ধরা পড়লেন ১৪ জন যুবক যুবতী। তারা ভেবেছিলেন লকডাউন এর মাঝে সকল বন্ধু-বান্ধবীরা মিলে হৈ হুল্লোড় করবেন। সকলেরই বয়স ৩০ এর মধ্যেই। চেহারায় আভিজাত্যের ছাপ স্পষ্ট।
লকডাউনের মধ্যে এমন গোপন ভাবে পার্টি করার খবরটা স্থানীয়দের কাছ থেকেই পুলিশের কাছে যায়। খবর পাওয়া মাত্রই পুলিশ সেই পাবে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে তারা দেখে ফাঁকা পাবে রয়েছেন হাতেগোনা কয়েকজন কর্মী এবং ভেতরের দিকে চেয়ার-টেবিলে উল্লাসে ফেটে পড়ছে বেশ কয়েকজন যুবক যুবতী।
টেবিলে রাখা বিদেশী মদের বোতল ও স্ন্যাক্স। তাদের প্রত্যেক কি দেখে বোঝা যাচ্ছিল তারা সকলেই অভিজাত পরিবারের। তাদের প্রত্যেককেই গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে পাব মালিককেও। পুলিশ সূত্রে জানা যায়, যে তাদের বিরুদ্ধে ডিজাস্টার আইনে মামলা রুজু করা হয়েছে।
এটা বড্ড লজ্জার বিষয় যে শিক্ষিত উচ্চবংশের সন্তান হয়েও এমন পরিস্থিতিতে কি করে তারা দায়িত্বজ্ঞানহীন কাজ করতে পারে?