ডেস্ক: মহামারী ও লকডাউনের কারণে গত বছর থেকে ঘোষিত সমস্ত সিনেমাই পিছিয়ে আসছে। কখনো শুটিং শেষ হতে দেরি হচ্ছে আবার কখনো রিলিজের সময় পিছিয়ে যাচ্ছে। সিনেমা পেছানোর লিস্টে অংশ নিল এক্সেল এন্টারটেনমেন্ট প্রযোজনায় বলিউডের হরর কমেডি সিনেমা “ফোন ভূত” ।
এই সিনেমাটিতে দেখা মিলতে চলেছে বলিউডের ব্যাপক জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের তবে, তার বিপরীতে কাস্ট করা হয়েছে বলিউডের উঠতি স্টার তথা দুই কম জনপ্রিয় অভিনেতা ঈশান খাট্টার এবং সিদ্ধান্ত চতুর্বেদী কে। অবশ্যই বিষয়টি চমকপ্রদ।
গতবছরই এই ছবির এনাউন্সমেন্ট করা হয়েছিল কিন্তু গোটা দেশজুড়ে যেরকম পরিস্থিতির যাচ্ছে তার মধ্য দিয়ে সিনেমাটি সম্পূর্ণ নির্মাণ করা সম্ভব হয়ে ওঠেনি। তবে ছবির নির্মাতা রীতেশ সিদ্ধওয়ানি সিনেমাটি রিলিজ হওয়া প্রসঙ্গে বলেন, ফোন ভূত সবেমাত্র ফিল্মিং শেষ হয়েছে এবং এটি পরের বছর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। ক্যাটরিনা প্রথম কোনো হররোর জনরার সিনেমায় কাজ করতে চলেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য বলিউডের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুর এবং মির্জাপুর টু উভয়েরই প্রযোজনায় ছিল এক্সেল এন্টারটেনমেন্ট। মির্জাপুর 3 ও অতি অপেক্ষাকৃত প্রত্যাশিত ওয়েব সিরিজ। যার রিলিজ হওয়ার প্রসঙ্গে রীতেশ বলেন, মির্জাপুর 3 এর চিত্রনাট্যে আমরা কাজ করছি। আমাদের আসলে এবছর শুটিং শুরু হওয়ার কথা ছিল তবে এখন লকডাউন এবং বৃষ্টির কারণে তা পিছিয়েছে। তবে অন্যদিকে সরকার নিষেধাজ্ঞা শিথিল করেছে ।এটা অবশ্য শুরু হবে তবে এটি পরের বছর হবে।