প্রাইড মান্থ সমর্থনে ডক্টর ফ্রাঙ্কলিন এডওয়ার্ড কামেনি কে শ্রদ্ধা জানায় গুগল ডুডল

ডেস্ক: বর্তমানে একবিংশ শতাব্দীতে থেকেও গোটা বিশ্বে অগুনতি এমন বহু মানুষ আছে যারা কুসংস্কারকে তাদের ঐতিহ্য বলে দাবি করে। এই ধর্মীয় ও ঐতিহ্য বোঝার তলায় চাপা পড়ে বহু নির্দোষ মানুষ। যেখানে এখনও পর্যন্ত বহু গ্রামঞ্চলে মেয়ে ও ছেলেদের মধ্যে করা বৈষম্যতার মনোভাব বজায় রাখা হয়েছে। তেমনই গোটা বিশ্বে এখনও পর্যন্ত LGBTQ কমিউনিটিকে যোগ্য সম্মানে সম্মানিত করা হয় না। বহু মানুষ মনে করে এটা একটি রোগ।

Lesbian, Gay, Bisexual, Transgender ও Queer এর অন্তর্ভুক্ত ব্যাক্তিদের LGBTQ কমিউনিটির বলে।

যেখানে শুরু থেকে এখনো পর্যন্ত তারা লড়ে যাচ্ছে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য। নিম্নতম সম্মান পাওয়ার জন্য। এবং সেই কারণেই প্রতিবছরের একটি মাস অর্থাৎ জুন মাসকে তাদের উদ্দেশ্যেই প্রাইড মান্থ (Pride Month) হিসাবে উদযাপিত করা হয়।

আর গুগল ও প্রাইড মান্থ কে সমর্থন করে ডক্টর ফ্রাঙ্কলিন এডওয়ার্ড কামেনি-কে সম্মান জানালো গুগল ডুডল।

কে এই ডক্টর ফ্রাঙ্কলিন এডওয়ার্ড কামেনি?

ফ্রাঙ্কলিন এডওয়ার্ড কামেনি একজন মার্কিন জ্যোতির্বিদ এবং গে-এক্টিভিটিস ছিলেন।

21 শে মে 1925 সালে নিউ ইয়র্কের কুইন্স জন্মগ্রহণ করেন ফ্র্যাঙ্ক কমেনি। ছোট থেকেই অসম্ভব মেধাবী ছিলেন তি।নি মাত্র 15 বছর বয়সেই কুইন্স কলেজে ভর্তি হন তিনি। পদার্থ বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু হয় তার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনীর সঙ্গ দিয়ে ছিলেন তিনি।

তারপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জ্যোতির্বিজ্ঞানে ডক্টরেট হাসিল করেন। এরপরে আর্মিদের সার্ভিসে জ্যোতির্বিদ হিসাবে কর্মজীবন যোগ দেন। তার সাথেই তিনি LGBTQ কমিউনিটির সক্রিয় সদস্য ছিলেন। যার কারণে তার কয়েক মাসের মধ্যেই চাকরি থেকে বরখাস্ত হন তিনি। কারণ এক্সিকিউটিভ অর্ডারে নির্দেশ ছিল ফেডারাল কর্মসংস্থানে LGBTQ র কোনো সদস্য থাকা নিষেধ।

কিন্তু চাকরি হারানোর পর ও পিছিয়ে পড়েননি তিনি। কয়েক বছরের মধ্যেই আমেরিকাতে গে রাইটস মুভমেন্ট আরো বেশি উজ্জ্বল ও সক্রিয় হয়ে ওঠে। বহুদিনের সংঘর্ষের পর তিনি প্রাণ ত্যাগ করেন 2011 সালে।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 86 বছর। তার মৃত্যুর এক বছর আগে 2010 সালের জুন মাসে ডক্টর ফ্রাঙ্কলিন এডওয়ার্ড কামেনি কে সম্মান জানিয়ে ওয়াশিংটন ডিসি-তে Dupont Circle এর কাছে a stretch of 17th Street NW এর নামকরণ করা হয় ‘Frank Kameny Way’ বলে।

আজ তাকেই শ্রদ্ধা জানিয়ে গুগলের তরফ থেকে প্রাইড মান্থ এর দ্বিতীয় দিনে ডক্টর ফ্রাঙ্কলিন এডওয়ার্ড কামেনি কে শ্রদ্ধা জানিয়ে তার ডুডল ডিসপ্লে করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *