অধিবেশনের শুরুতেই ওঠে “ভারত মাতা কি জয়” রব, ভাষন শেষ না করেই বিধানসভা ত্যাগ করলেন রাজ্যপাল

ডেস্ক: রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে চলা সংঘাতের প্রত্যক্ষদর্শী গোটা রাজ্যবাসী। তাই আজ বিধানসভায় বাজেট অধিবেশনে কি হতে চলেছে তা নিয়ে বেশ উৎসুক ছিল রাজনৈতিক মহল। রাজ্যের শাসকদলের তরফ থেকে ভাষণ লিখে পাঠানো হয় রাজ্যপাল কে। খুব স্বাভাবিকভাবেই আন্দাজ করা যায় রাজ্য সরকার এমন কিছু লিখবেন যা রাজ্যপাল বলতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন না।

আর ঠিক এমনটাই হলো আজকের অধিবেশনে। ভাষন শেষ না করেই বেরিয়ে গেলেন রাজ্যপাল জাগদীপ ধনখড়। বিজেপির তুমুল বিক্ষোভের জেরে শুরুতেই ভাষণ বন্ধ করে দেন রাজ্যপাল। মাত্র এক লাইন পড়ে বেরিয়ে যান তিনি বিধানসভা থেকে।

নিয়ম মেনেই অধিবেশনের সূচনাতে ভাষণ দেওয়ার কথা ছিল রাজ্যপালের। এবং সেই মতো বিধান সভাতে এসে পৌঁছান রাজ্যপাল জগদীপ ধনখড়। প্রতিবারের মতো এবারও নির্দিষ্ট আসনে ভাষণ শুরু করেন তিনি। এবং রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণে পাঠ করতে শুরু করে দিয়েছিলেন ইতিমধ্যে। সরকারের কাজের প্রশংসাও উল্লেখ ছিল সেই ভাষণে। আর সেই ভাষণই তিনি শুরু করতে বিধানসভাকক্ষে স্লোগান ওঠে “ভারত মাতা কি জয়”। ভোট-পরবর্তী হিংসার ঘটনা পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি।

এবং সেই পরিস্থিতিতেই এক লাইন ভাষণ পড়ে হাত জড়ো করে বক্তব্য শেষ করার কথা জানান রাজ্যপাল। এর পরেই তিনি বেরিয়ে আসেন বিধানসভা থেকে রাজ্যপাল কে গাড়িতে তুলতে তার সাথে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

তবে জানা যায় এই ভাষণে ভোট-পরবর্তী হিংসা দমনে রাজ্যের ভূমিকার প্রশংসা ছিল। কিন্তু বরাবরই রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে শাসকদলের ওপর অভিযোগ হেনে চলেছে বিজেপি। ভাষণে উল্লেখ করা হয়েছিল, হিংসার ঘটনা ঘটেছে ভোটের সময় আইনশৃঙ্খলা ছিল নির্বাচন কমিশনের হাতে। এবং ক্ষমতায় আসার পর রাজ্য সরকার নিরপেক্ষভাবে সেই সব ঘটনার তদন্ত করেছে বলেও একথা উল্লেখ করা হয়েছে ভাষণে। যদিও সেই অংশ পর্যন্ত ভাষণ পাঠ করতে পারেনি রাজ্যপাল। তবুও এই বক্তব্য নিয়ে অভিযোগ বিজেপির।

এবং এই ঘটনার পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, রাজ্যপাল হিংসার বিরুদ্ধে সক্রিয় ছিলেন। শুভেন্দুর দাবি, রাজ্যপালের ভাষণে ভোট-পরবর্তী হিংসার কথা উল্লেখ করা হয়নি বলেই বিজেপি বিক্ষোভ দেখিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *