পৃথিবীতে আসতে চলেছে মহা প্রলয়! এটাই কি ধ্বংসের আগাম বার্তা?

ডেস্ক: একের পর এক বিপর্যয়ের সম্মুখীনে পৃথিবী। একটার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই অন্য এক বিপদ এসে হাজির। প্রতি ঘন্টায় 16 লক্ষ কিমি বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে মহাপ্রলয়। সৌর ঝড়ের চিন্তাতে মাথা হাত বৈজ্ঞানিকদের।

খুব শ্রীঘ্রই পৃথিবীতে আছড়ে পড়তে পারে বিশালাকার সৌর ঝড়। যার জেরে পৃথিবীর চুম্বক ক্ষেত্রের উপর দারুন প্রভাব পড়ার সম্ভবনা তৈরি হয়েছে। পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে।

প্রায় 4 লক্ষ বছর আগে, সূর্যের তিন-চতুর্থাংশ কিরণ পৃথিবীর বুকে এসে আলোকিত করে। সূর্য পৃষ্ঠে এক বিস্ফোরণের পর একটি শক্তিশালী সৌর ঝড় পৃথিবীর বুকে আঘাত করেছে। বৈজ্ঞানিক তথ্যে জানা যায়, এই ঝড়ের সঙ্গে বিপুল পরিমাণ সৌর কণা প্রতি সেকেন্ডে 1600 কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসে। তবে এই ঝড়ে মানব জাতিতে প্রকার ক্ষতি আসে না। কিন্তু ঝড়ের প্রভাবে বিদ্যুৎ ও স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন হতে পারে।এমনকি বিমান চলাচলে ব্যাঘাত ঘটে পারে।

নাসার এক বৈজ্ঞানিক গোষ্ঠী 2016 সালে 23 মে নেচার পত্রিকায় প্রথম সৌর ঝড় নিয়ে গবেষণা করেন। গত 3 ই জুলাই, প্রথম। এই ভয়ঙ্কর সৌর ঝড়ের ইঙ্গিত পাওয়া যায়। জানা যায় প্রতি সেকেন্ডে প্রায় 500 কিমি গতি বেগে আসছে এই ঝড়। তবে পৃথিবীতে সরাসরি কোনো প্রভাব পড়বে না বলে জানায় বৈজ্ঞানিকরা। 17 বছর আগে পৃথিবীতে শেষ সৌর ঝড় আঘাত এনে ছিল।