GST বৈঠকে নয়া সিদ্ধান্ত?
দাম বাড়তে পারে কোল্ডড্রিংক্স, সিগারেটের! বিমায় মিলতে পারে বড় ছাড়!
ডেস্ক: সূত্রের খবর, এই মন্ত্রীগোষ্ঠীর তরফে এও সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোট ১৪৮টি আইটেমের উপর ট্যাক্স পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে, যা রাজস্ব আদায়ের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
তামাকজাত পণ্যের দাম মূলত জিএসটির উপর নির্ভর করে। সেখানে ন্যাশনাল ক্যালামিটি কনটিনজেন্ট ডিউটি চাপানো থাকে। কেন্দ্রীয় বাজেট পেশের পর দেখা গিয়েছিল টোবাকো ট্যাক্স বাড়ানো হয়নি। ফলে কেন্দ্রীয় বাজেট অনুসারে সিগারেটের দামের কোনও পরিবর্তন হয়নি। তবে জিএসটি হার যৌক্তিককরণের জন্য জিএসটি পরিষদ গত ৯ সেপ্টেম্বরের বৈঠকে এ জন্য মন্ত্রিগোষ্ঠী তৈরি করেছে। সোমবার সেই গোষ্ঠীর তরফে সিদ্ধান্ত নেওয়া হয় বেশ কিছু পানীয়, সিগারেট, তামাক এবং সংশ্লিষ্ট পণ্যের উপর বর্তমানের ২৮ শতাংশ করের বদলে ৩৫ শতাংশ কর বসানো হতে পারে, খবর পিটিআই সূত্রে।
সূত্রের খবর, এই মন্ত্রীগোষ্ঠীর তরফে এও সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোট ১৪৮টি আইটেমের উপর ট্যাক্স পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে, যা রাজস্ব আদায়ের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এর জিওএম রিপোর্ট ২১ ডিসেম্বর GST কাউন্সিলে পেশ করা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে এবং রাজ্যের অর্থমন্ত্রীদের সহ পরিষদ প্রস্তাবিত পরিবর্তনগুলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে৷
বর্তমানে জিএসটি হিসেবে- ৫%, ১২%, ১৮% এবং ২৮%- এই চারটি স্তরের কর কাঠামো রয়েছে। তবে নেশার দ্রব্যের উপর নতুন করে ৩৫% এর একটি করকাঠামো আনা হতে পারে, খবর সংবাদসংস্থা পিটিআই সূত্রে। মন্ত্রীগোষ্ঠীর এই বৈঠকে এও বলা হয়েছে, প্যাকেটজাত পানীয় জল (২০ লিটার এবং তার বেশি)- এর ক্ষেত্রে জিএসটি ১৮% থেকে কমিয়ে ৫% করা হতে পারে৷ ১০ হাজার টাকার কম দামের সাইকেলে জিএসটি ১২% থেকে কমিয়ে ৫% করা হতে পারে৷ ১৫ হাজার টাকার বেশি দামের জুতোতে জিএসটি ১৮% থেকে ২৮% করা হতে পারে৷ ২৫ হাজার টাকার বেশি দামি ঘড়ির উপর জিএসটি ১৮ থেকে বাড়িয়ে ২৮% করা হতে পারে।
এর পাশাপাশি জীবন বিমা এবং স্বাস্থ্যবিমার উপর জিএসটি কমানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। এখন বিমার প্রিমিয়ামে ১৮% জিএসটি বসে। তবে প্রবীণদের ক্ষেত্রে তা মকুব হলেও হতে পারে বলে জানান হয়।
উল্লেখ্য, স্বাস্থ্যবিমায় GST কমাতে মমতা বন্দ্যোপাধ্যায়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। এমনকী স্বাস্থ্য বিমা প্রকল্পের প্রিমিয়ামের বিপুল অঙ্কের কথা কেন্দ্রকে স্মরণ করিয়ে দিতে অর্থমন্ত্রীকে একাধিক প্রশ্ন করেছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। এরই জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, ‘৯ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকের সময় জীবন বিমা এবং স্বাস্থ্যবিমার উপর জিএসটি-র বিষয়টি সার্বিক ভাবে খতিয়ে দেখতে একটি মন্ত্রিগোষ্ঠী তৈরির সুপারিশ করা হয়। জীবন এবং স্বাস্থ্যবিমায় জিএসটি হার সংক্রান্ত বিষয়টি মন্ত্রিগোষ্ঠীর কাছে পর্যালোচনার জন্য পড়ে রয়েছে। জিএসটি কাউন্সিল যদি বিমা প্রকল্পের জিএসটি হার কমানোর সুপারিশ করে, তা হলে বিমা গ্রাহকের প্রকল্প কেনার খরচ কমে যাবে।’
২১ ডিসেম্বর জয়সলমীরে রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে আগামী ২১ ডিসেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকে বসতে চলেছেন নির্মলা। ওই বৈঠকে জীবন এবং স্বাস্থ্যবিমার উপর জিএসটি কমানো নিয়ে মন্ত্রিগোষ্ঠীর রিপোর্ট আলোচনা হওয়ার কথা রয়েছে।